AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কঙ্গোতে রহস্যময় রোগে ৭৯ জনের মৃত্যু


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:৫১ এএম, ৫ ডিসেম্বর, ২০২৪
কঙ্গোতে রহস্যময় রোগে ৭৯ জনের মৃত্যু

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) জ্বর, সর্দি-কাশি, কফ, শ্বাসকষ্ট ও মাথাব্যথার মতো উপসর্গ নিয়ে অন্তত ৭৯ জনের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

জানা গেছে, ‘অজ্ঞাত রোগে’ মারা যাওয়া ব্যক্তিদের বেশিরভাগের বয়স ১৫ থেকে ১৮ বছরের মধ্যে। তারা কোনো ভাইরাসে সংক্রমিত কিংবা রোগে আক্রান্ত ছিলেন কিনা, তা বলতে পারছে না কঙ্গোর সরকার।

কয়েক বছর ধরেই ইবোলা সংক্রমণের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসা দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, কঙ্গোতে জ্বর, সর্দি, কাশি, কফ, শ্বাসকষ্ট, মাথাব্যথার মতো উপসর্গে আক্রান্ত আরো ৩০০ জনের বেশি মানুষ চিকিৎসকের কাছে এসেছেন।

সংবাদমাধ্যম রয়টার্সকে দেশটির নাগরিক সমাজের নেতা সেপোরিয়েন মানজানজা বলেন, পরিস্থিতি উদ্বেগ ছড়িয়েছে। এমন নানা উপসর্গে আক্রান্ত মানুষের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। আক্রান্ত প্রত্যন্ত এলাকায় ঠিকমতো ওষুধ পৌছানো যাচ্ছে না।

সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, দেশটির জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে কঙ্গোর সরকার।বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) আক্রান্ত এলাকাগুলো থেকে নমুনা সংগ্রহের জন্য চিকিৎসা দল পাঠিয়েছে।

 

একুশে সংবাদ/ এস কে

Shwapno
Link copied!