AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৬ এপ্রিল, ২০২৫, ২৩ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এক যুগ পর সাময়িক কারামুক্ত নোবেলজয়ী নার্গিস


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৬:২৩ পিএম, ৫ ডিসেম্বর, ২০২৪
এক যুগ পর সাময়িক কারামুক্ত নোবেলজয়ী নার্গিস

দীর্ঘ এক যুগ পর তেহরানের কারাগার থেকে সাময়িক মুক্তি পেয়েছেন শান্তিতে নোবেলজয়ী মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদি।নার্গিসের জীবনসঙ্গী ত্বাকি রাহমানির বরাত দিয়ে বুধবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রপাগান্ডা ছড়ানোর অভিযোগে তেহরানের কুখ্যাত এভিন কারাগারে বন্দি ছিলেন তিনি। কারাবন্দী অবস্থায় ২০২৩ সালে নোবেল পদক পান তিনি। ২০১১ সাল থেকে তাকে কয়েক দফায় বেশ কয়েকটি জেলে থাকতে হয়েছে।

নার্গিসের আইনজীবী মোস্তাফা নিলি জানান, ফরেনসিক চিকিৎসকের মতামতের ভিত্তিতে তেহরানের কৌঁসুলি তিন সপ্তাহের জন্য নার্গিস মোহাম্মদীর কারাদণ্ড স্থগিত করেছেন। এরই মধ্যে তিনি মুক্তি পেয়েছেন।

তিনি জানান, ২১ দিন আগে তার দেহ থেকে একটি টিউমার অপসারণ করা হয়েছে। পাশাপাশি হাড়েও অস্ত্রোপচার চালানো হয়। এসব কারণে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য মুক্তি দেওয়া হয়েছে।

ইরানে নারী নিপীড়নের বিরুদ্ধে লড়াই এবং মানবাধিকার ও সবার অধিকার নিশ্চিত করতে ভূমিকা রাখায় নার্গিসকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়।

এ পদক দেওয়ার সময় অসলোতে নরওয়েজিয়ান নোবেল কমিটির প্রধান বেরিট রেইস-অ্যান্ডারসেন জানান, ইরান সরকার তাকে মোট ১৩ বার গ্রেফতার করেছে। পাঁচবার তাকে দোষী সাব্যস্ত করেছে এবং মোট ৩১ বছরের কারাদণ্ড দিয়েছে।বিভিন্ন অভিযোগে সাজাপ্রাপ্ত হয়ে নার্গিস মোহাম্মদি এরই মধ্যে ১২ বছর কারাভোগ করেছেন।

একুশে সংবাদ/ এস কে

Link copied!