ইউক্রেন জুড়ে রাশিয়ার হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন শিশু রয়েছে। সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইউক্রেনের স্থানীয় এক গভর্নর জানিয়েছেন, দক্ষিণপূর্বাঞ্চলীয় ঝাপোরিজঝিয়ায় রাশিয়ার হামলায় নিহত হয়েছেন ১০ জন। গভর্নর ইভান ফেদোরভ বলেছেন, শুক্রবার রুশ হামলায় একটি গ্যারেজ ও সার্ভিস স্টেশনে আগুন লাগে।
তিনি জানিয়েছেন, হামলায় চার এবং ১১ বছর বয়সী দুই শিশু আহত হয়েছে। এ ছাড়া শুক্রবার ইউক্রেনের কেন্দ্রীয় শহর ক্রিভি রিহতেও হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। এতে অন্তত দুইজন নিহত হয়েছেন।
ইউক্রেনের জরুরি পরিষেবা এজেন্সি বলেছে, হামলায় অন্তত ১৬ জন আহত হয়েছেন। এরমধ্যে একজন শিশুও আছে। নিখোঁজ একজনকে উদ্ধারে তল্লাশি চলছে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :