AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২২ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নেদ্যাল্যান্ডসের দ্য হেগ শহরে ভবন ধস


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৭:৪০ পিএম, ৯ ডিসেম্বর, ২০২৪
নেদ্যাল্যান্ডসের দ্য হেগ শহরে ভবন ধস

নেদ্যাল্যান্ডসের দ্য হেগ শহরে ভবন ধসের ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় এ পর্যন্ত ছয়জন মারা গেছেন। এর আগে ভবনটিতে আগুন ও বিস্ফোরণের শব্দ শুনা যায়।রোববার (৮ ডিসেম্বর) মধ্যরাতে ধ্বংসস্তূপ থেকে ষষ্ঠজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবারের এই ঘটনায় আরো প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

সোমবার স্থানীয় ফায়ার সার্ভিস জানায়, প্রায় আড়াইটা নাগাদ ষষ্ঠ মরদেহের সন্ধান মেলে এবং ধসে পড়া ভবনের নীচের গুদামঘর থেকে তা উদ্ধার করা হয়। এখন পর্যন্ত উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে ৪৫ ও ৩১ বছরের পুরুষ, ৪১ বছরের নারী ও ১৭ বছরের এক কিশোরী রয়েছে।

ভবনে মোট কতজন বাসিন্দা ছিলেন তা এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। তাই ধ্বংসস্তূপে আরো কতজন থাকতে পারেন সে বিষয়েও পরিষ্কার ধারণা পাওয়া যাচ্ছে না।

ধসে পড়া ভবনটি থেকে প্রথমে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে ভবনটিতে আগুন লেগে যায়। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, মরদেহগুলো ডিএনএ পরীক্ষা ছাড়া শনাক্ত করা সম্ভব নয়। বিস্ফোরণের কারণ এখনো বের করতে পারেনি পুলিশ।

তবে এর পেছনে নাশকতামূলক কর্মকাণ্ডের যোগসাজশ থাকতে পারে বলে পাবলিক প্রসিকিউটর অফিসের প্রধান জানান। বিশেষ করে শনিবার ভোরে ঘটনাস্থল থেকে দ্রুত গতিতে গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়া চালককে জিজ্ঞাসাবাদের জন্য খুঁজছে তারা।

কর্তৃপক্ষ জানিয়েছে, ধ্বংসস্তূপ থেকে হতাহতদের উদ্ধারকাজ শেষ করার পরই বিস্ফোরণের কারণ সম্পর্কে অনুসন্ধান চালানো সম্ভব হবে।

 

একুশে সংবাদ/ এস কে
 

Link copied!