সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতনের পরপরই দেশটির অধিকৃত গোলান মালভূমির বাফার জোন (সংঘাতের প্রভাব এড়াতে বিশেষ অঞ্চল) দখল করে নিয়েছে ইসরায়েলি বাহিনী। সোমবার এক ঘোষণায় এ দাবি করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, গোলান মালভূমিতে ইসরায়েল অধিকৃত এলাকা থেকে বাফার জোন এবং আশপাশের কমান্ডিং অবস্থানগুলোয় ঢোকার জন্য তিনি প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) নির্দেশ দিয়েছেন।
বাশার আল আসাদের পতনের পর সিরিয়ার বিভিন্ন স্থানে যুদ্ধবিমান নিয়ে হামলা চালিয়েছে ইসরায়েল। সিরিয়ার গণমাধ্যমের খবর অনুযায়ী ইসরায়েলি যুদ্ধবিমানগুলো রাজধানী দামেস্কসহ দেশটির বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে।
যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) সিরিয়ার বিভিন্ন সামরিক টার্গেটে ইসরায়েলের বিমানগুলোর অন্তত একশ হামলার খবর দিয়েছে।
এদিকে সোমবার (৯ ডিসেম্বর) জাতিসংঘ সোমবার সতর্ক করে বলেছে, সিরিয়ার গোলান মালভূমির বাফার জোনে ইসরায়েলি সামরিক তৎপরতা ইসরায়েল ও সিরিয়ার মধ্যে ১৯৭৪ সালের সমঝোতা চুক্তির ‘লঙ্ঘন’ হবে।
জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক একটি সংবাদ সম্মেলনে বলেন, ইসরায়েলের পদক্ষেপ সম্পর্কে জাতিসংঘের শান্তিরক্ষীরা ইসরায়েলের সামরিক বাহিনীকে অবহিত করেছে যে, এই পদক্ষেপগুলো ১৯৭৪ সালের সমঝোতা চুক্তি লঙ্ঘন করবে। বাফার জোনো কোনো সামরিক বাহিনী বা তৎপরতা থাকা উচিত নয়।
জাতিসংঘের ডিজএনগেজমেন্ট অবজারভার ফোর্সের (ইউএনডিওএফ) বরাত দিয়ে ডুজারিক বলেন, ইউএনডিওএফ নিশ্চিত করেছে যে, ইসরায়েলি সেনা সদস্যরা সিরিয়ার গোলান মালভূমির বাফার জোনে প্রবেশ করেছে এবং সেখানে অবস্থান করছে।
ডুজারিক জানান, ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, সশস্ত্র গোষ্ঠীদের দখল রোধ করার জন্য তারা অস্থায়ীভাবে সেখানে অবস্থান নিয়েছে। ইসরায়েল এটিকে আত্মরক্ষামূলক অবস্থান বলছে।
এদিকে সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রধামন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গোলান মালভূমিতে ইসরায়েল অধিকৃত এলাকা থেকে বাফার জোনে এবং আশপাশের কমান্ডিং অবস্থানগুলোতে ঢোকার জন্য তিনি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী আরো বলেছেন, ইসরায়েল নিজেদের সীমান্তে কোনো শত্রু বাহিনীকে অবস্থান নিতে দেবে না।
আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে লেখা একটি চিঠিতে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন দাবি করেছেন, ইসরায়েলি সেনাবাহিনী বাফার জোন এলাকায় সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রবেশ প্রতিহত করতে ইউএনডিওএফ-কে সহায়তা করছে।
চিঠিতে তিনি উল্লেখ করেছেন, ক্রমবর্ধমান নিরাপত্তা হুমকি এবং ইসরায়েলের জন্য - বিশেষ করে গোলান মালভূমির বাসিন্দাদের জন্য নিরাপত্তা হুমকির প্রতিক্রিয়া হিসেবে- ইসরায়েল তার নাগরিকদের জন্য আরও হুমকি মোকাবেলায় সীমিত এবং অস্থায়ী ব্যবস্থা নিয়েছে।
ড্যানন আরো জানিয়েছেন, ইসরায়েলি সেনাবাহিনী ইসরায়েল রাষ্ট্র এবং এর নাগরিকদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় কাজ চালিয়ে যাবে।
এই পদক্ষেপ নেওয়াটা গুরুত্বপূর্ণ ছিল। তবে, সিরিয়ার সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে চলমান সংঘর্ষে ইসরায়েল হস্তক্ষেপ করছে না; আমাদের পদক্ষেপগুলো শুধুমাত্র আমাদের নিরাপত্তা রক্ষার উপর দৃষ্টি নিবদ্ধ করে।” তিনি ইসরায়েলি সামরিক পদক্ষেপকে ‘সীমিত এবং অস্থায়ী’ বলে অভিহিত করেছেন।
রোববার, সিরিয়ার বিদ্রোহী যোদ্ধারা প্রেসিডেন্ট বাশার আল–আসাদকে ক্ষমতাচ্যুত করার পর গোলান মালভূমির বাফার জোনে প্রবেশ করে ইসরায়েলি সেনাবাহিনী।সশস্ত্র গোষ্ঠীগুলোর সম্ভাব্য অনুপ্রবেশ সম্পর্কে সামরিক উদ্বেগের প্রতিক্রিয়া হিসাবে ইসরায়েলি সেনাবাহিনী সিরিয়া এবং অধিকৃত গোলান মালভূমিকে পৃথককারী বাফার জোনে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে বলে জানিয়েছে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :