AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিরিয়ার বিদ্রোহীদের যে বার্তা দিলো যুক্তরাষ্ট্র


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১১:৪২ এএম, ১১ ডিসেম্বর, ২০২৪
সিরিয়ার বিদ্রোহীদের যে বার্তা দিলো যুক্তরাষ্ট্র

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে উৎখাত করা বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে প্রথমবারের মতো যোগাযোগ করেছে যুক্তরাষ্ট্রের জো বাইডেন প্রশাসন। প্রথম বার্তায় তারা যেন স্বয়ংক্রিয়ভাবে দেশের নেতৃত্ব গ্রহণ না করে বরং একটি অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়ার মাধ্যমে অন্তর্বর্তী সরকার গঠনের উদ্যোগ নেয় সেই আহ্বান জানিয়েছে দেশটি। এই বিষয়ে অবহিত যুক্তরাষ্ট্রের দুজন কর্মকর্তা এবং কংগ্রেসের একজন সহকারী এই তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।

বিদ্রোহীদের মাত্র ১২ দিনের ‘ঝোড়ো’ অভিযানে গত রোববার সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতন হয়েছে। আসাদ পালিয়ে মিত্র দেশ রাশিয়ায় আশ্রয় নিয়েছেন। এর মাধ্যমে দেশটির ১৩ বছরের গৃহযুদ্ধ ও আসাদ পরিবারের ছয় দশকের স্বৈরশাসনের অবসান হয়। সিরিয়ার রাজনৈতিক পটপরিবর্তনকে মধ্যপ্রাচ্যের মোড় ঘুরানো ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

আসাদের উৎখাতে নেতৃত্ব দিয়েছে হায়াত তাহরির আল-শামস (এইচটিএস)। এখন তারা দেশে সরকার গঠনের তৎপরতা শুরু করেছেন। অন্তবর্তীর্ সরকারপ্রধানের নামও ঘোষণা করা হয়েছে। এই গোষ্ঠীর সঙ্গেই আলোচনা করছে যুক্তরাষ্ট্র। যদিও তাদের সন্ত্রাসী সংগঠন হিসেবে মনে করে যুক্তরাষ্ট্র। তারপরও ওয়াশিংটনের মধ্যপ্রাচ্যের মিত্রদের, বিশেষ করে তুরস্কের, সহযোগিতায় এই আলোচনা করছে বাইডেন প্রশাসন। এ ছাড়া এই বিষয়ে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দলের সঙ্গেও যোগাযোগ রাখছে বর্তমান সরকার।

আসাদ সরকারের আকস্মিক পতনের পর সিরিয়ার জটিল পরিস্থিতি মোকাবিলায় ওয়াশিংটনের বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে গত কয়েক দিনে এই আলোচনা হয়েছে।   নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন কর্মকর্তা জানান, সিরিয়ায় সরকার গঠনের প্রাথমিক দিকে সহায়তা করতেই যুক্তরাষ্ট্র গোষ্ঠীটির কাছে বার্তা পাঠিয়েছে।  তবে এসব বার্তা সরাসরি পাঠানো হচ্ছে নাকি মধ্যস্থতাকারীর মাধ্যমে, তা বলতে অস্বীকার করেছে সূত্রগুলো।


একুশে সংবাদ/ এস কে

Link copied!