মিশরের কায়রোতে একটি ছয়তলা আবাসিক ভবন ধসে পড়ার ঘটনায় আটজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো তিনজন। স্থানীয় সময় মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটেছে বলে মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসাম আবদেল গাফ্ফার এক বিবৃতিতে জানিয়েছেন, ঘটনাস্থলে নয়টি অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে হতাহতদের উদ্ধারে কাজ করছেন।
দেশটির রাষ্ট্রীয় সংবাদপত্র আল-আহরাম জানিয়েছে, ১৯৬০ এর দশকে নির্মিত ভবনটি পুনরুদ্ধারের জন্য ১৯৯৩ সালে তৎকালীন জেলাপ্রধান একটি আদেশ জারি করেছিলেন। তবে ওই ভবনের বাসিন্দারা এই আদেশের বিরুদ্ধে আপিল করেছিলেন এবং এটি কার্যকর করা হয়নি।
ধ্বংসস্তূপের পাশে দাঁড়িয়ে ৩৮ বছর বয়সী ওয়ালেদ মোহাম্মদ বলেন, আমি বড় ধরনের বিস্ফোরণের শব্দে জেগে উঠেছি। আমি এবংবেশ কয়েকজন প্রতিবেশী ওই ভবনের দিকে দৌড়ে গিয়ে দেখি এটি ধসে পড়েছে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :