রাশিয়ার জব্দকৃত সম্পদের আয় থেকে ইউক্রেনে ২০ বিলিয়ন ডলার সহায়তা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে একটি সাধারণ চুরি হিসেবে দেখছে রাশিয়া।দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া একটি বিবৃতিতে বলা হয়েছে, এই বিষয়টি একটি সাধারণ চুরি ছাড়া কিছুই নয়।
বিবৃতিতে বলা হয়েছে, জেলেনস্কির দেউলিয়া সরকারকে সহায়তা করার জন্য আরেক দফা অর্থ বরাদ্ধের ঘোষণা দিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ।
কিয়েভ আমেরিকানদের কাছ থেকে যে ২০ বিলিয়ন ডলার পাবে, তা রাশিয়ার সম্পদ থেকে আয় করা অর্থ। সম্পদগুলো মূলত রাশিয়া থেকে চুরি করে জব্দ করা হয়েছিল বলে দাবি করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, রাশিয়ার জব্দকৃত সম্পদের ব্যবহার যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের নিয়ম-বহির্ভুত আদেশ সেখানকার পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলবে।
রুশ মন্ত্রণালয় আরও বলছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিদায়ী প্রশাসনে মার্কিন অর্থনীতি ইতোমধ্যে টুকরো টুকরো হয়ে পড়ছে। এই বিষয়টিকে ঢাকতেই সম্ভব রাশিয়াবিরোধী নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা করছে তারা।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :