ভারতের কেন্দ্রীয় ব্যাংকে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) বিকেলে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) অফিসিয়াল ওয়েবসাইটে পাঠানো এক ই-মেইলে এ হুমকি দেয়া হয়। এ নিয়ে এক মাসেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বার এই হুমকি দেয়া হলো।
শুক্রবার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, রুশ ভাষায় লেখা ই-মেলটি আরবিআই-এর অফিসিয়াল ওয়েবসাইটে পাঠানো হয়েছে।
বিষয়টি নিয়ে এরই মধ্যে অভিযোগ জানিয়েছে আরবিআই কর্তৃপক্ষ। অভিযোগের ভিত্তিতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা রুজু করেছে মুম্বাই পুলিশ।
স্থানীয় মাতা রমাবাই মার্গ (এমআরএ মার্গ) থানায় এই অভিযোগ দায়ের করা হয়েছে। মুম্বাই পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।এর আগে গত ১৬ নভেম্বরে আরবিআই কাস্টমার কেয়ার ডিপার্টমেন্টে বোমা হামলা হুমকি দেয়া হয়।
এদিকে ভারতের দিল্লির কয়েকটি স্কুলে ফের বোমা হামলার হুমকির খবর পাওয়া গেছে। ই-মেইলের মাধ্যমে এসব হুমকি দেয়া হয়েছে। এ নিয়ে এক সপ্তাহে দুই দফায় দিল্লির স্কুলে বোমা হামলার হুমকির ঘটনা ঘটলো।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার দিল্লির অন্তত ৬টি স্কুলে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। এর মধ্যে দিল্লি পাবলিক স্কুল, সালওয়ান স্কুল, মডার্ন স্কুল ও ক্যামব্রিজ স্কুল অন্যতম।
বোমা হামলার হুমকির পর স্কুলগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তা বিবেচনায় শিক্ষার্থীদের আজ স্কুলে না পাঠাতে অভিভাবকদের জানায় স্কুল কর্তৃপক্ষ।
এর আগে গত ৯ ডিসেম্বরে দিল্লির ৪০টির বেশি স্কুলে বোমা হামলার হুমকি দেয়া হয়েছিল। স্কুল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে সঙ্গে সঙ্গে অবহিত করে।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :