চাঁদপুরে জাহাজে ৭ নাবিক হত্যার ঘটনায় নৌযান শ্রমিকদের কর্মবিরতির কারণে সারাদেশে স্থবির হয়ে পড়েছে পণ্য পরিবহন কার্যক্রম। দেশের ৪৫টি ঘাটে ৭৩৮টি জাহাজে আটকা পড়ে প্রায় ১০ লাখ টন পণ্য।
এ ছাড়া বন্দরের বহির্নোঙরে বড় জাহাজ থেকে ৩৫টি জাহাজে আটকে আছে অর্ধলাখ টন পণ্য। আবার বন্দরের বহির্নোঙরে ২০টি বড় জাহাজে খালাসের অপেক্ষায় আটকে আছে প্রায় সাড়ে চার লাখ টন পণ্য।
শুক্রবার (২৭ ডিসেম্বর) চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে খোলা পণ্য খালাস ও পরিবহন বন্ধ রয়েছে। এর আগে গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মধ্য রাত থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য পণ্যবাহী নৌযানে এই কর্মবিরতি শুরু হয়। এতে সারা দেশে চাল, ডাল, গম, তেল, শিল্পের কাঁচামালসহ সব ধরনের পণ্য পরিবহন বন্ধ হয়ে গেছে। খোলা আমদানি পণ্য নিয়ে আসা বিদেশি জাহাজগুলোতেও হচ্ছে না কাজ।
একই কারণে নৌযান শ্রমিকদের কর্মবিরতির ফলে স্থবির হয়ে পড়েছে উত্তরাঞ্চলের বৃহৎ নদী বন্দর বাঘাবাড়ি। বাঘাবাড়ি নদীবন্দর হয়ে উত্তরাঞ্চলের ১৬ জেলায় জ্বালানি তেল, সারসহ বিভিন্ন পণ্য সরবরাহ হয়ে থাকে। কর্মবিরতিতে উত্তরের জেলাগুলোতে জ্বালানি তেল ও সার সংকটের আশঙ্কা করা হচ্ছে।
চট্টগ্রাম বন্দর ও লাইটার জাহাজ পরিচালনাকারী সংস্থা বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট সেলের তথ্য অনুযায়ী, কর্মবিরতির কারণে দেশের ৪৫টি ঘাটে ৭৩৮টি জাহাজে আটকা পড়ে প্রায় ১০ লাখ টন পণ্য। এর মধ্যে সবচেয়ে বেশি জাহাজ আটকা পড়েছে যশোরের নওয়াপাড়া ঘাট, নারায়ণগঞ্জের কাঁচপুর ঘাট, মেঘনা ঘাট ও সিরাজগঞ্জের ঘোড়াশাল ঘাটে।
পণ্যবাহী নৌযান ও লক্ষাধিক শ্রমিকের নিরাপত্তা দাবি করে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন সভাপতি মো. শাহ আলম বলেন, সারবোঝাই পণ্যবাহী এমভি আল–বাখেরা জাহাজের ৮ জন স্টাফকে একাই হত্যা করেন আকাশ মণ্ডল। তিনি আবার বিশাল একটি জাহাজ একাই চালিয়েছেন। এটা আদৌ সম্ভব না। অবিশ্বাস্য। এর পেছনে আরও বড় কোনো শক্তি আছে। দ্রুত প্রকৃত রহস্য উদঘাটন করতে হবে।
প্রসঙ্গত, গত সোমবার বিকেল ৩টার পর এমভি আল-বাখেরা জাহাজ থেকে পাঁচজনের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। আর তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জাহাজের মালিক মাহবুব মোর্শেদ বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে চাঁদপুরের হাইমচর থানায় একটি মামলা করেছেন।
পরে মঙ্গলবার রাতে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা, র্যাব-১১ ও ৬-এর যৌথ অভিযানে বাগেরহাটের চিতলমারী এলাকার এক আত্মীয়ের বাড়ি থেকে ওই জাহাজের লস্কর আকাশ মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে কুমিল্লা নগরের শাকতলা এলাকায় র্যাব-১১-এর সিপিসি-২ কুমিল্লা কার্যালয়ে ব্রিফিং এ চাঁদপুর নৌ পুলিশের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ জানিয়েছেন, চাঁদপুরে নৌ পুলিশের কাছে আকাশকে হস্তান্তর করে র্যাব। আকাশ মণ্ডল বর্তমানে সাত দিনের রিমান্ডে আছেন। তার কাছ থেকে ঘটনার তথ্য বের করার চেষ্টা অব্যাহত আছে।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :