AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আয়ারল্যান্ডে দূতাবাস বন্ধের ঘোষণা ইসরায়েলের


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১১:৪৭ এএম, ১৬ ডিসেম্বর, ২০২৪
আয়ারল্যান্ডে দূতাবাস বন্ধের ঘোষণা ইসরায়েলের

ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেয়ায় আয়ারল্যান্ডে নিজেদের দূতাবাস বন্ধ করার ঘোষণা দিয়েছে ইসরায়েল। আইরিশ সরকারের ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি এবং গাজায় গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) দক্ষিণ আফ্রিকার মামলায় সমর্থন দেওয়াকে এই সিদ্ধান্তের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে তারা। রোববার সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সা’র জানিয়েছেন, এটি আইরিশ সরকারের চরম ইসরায়েলবিরোধী নীতির মাধ্যে প্ররোচিত হয়েছে।

আইরিশ প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস এক্স-এ বলেছেন, এটি নেতানিয়াহু সরকারের অত্যন্ত দুঃখজনক সিদ্ধান্ত। আয়ারল্যান্ড কখনোই ইসরায়েলবিরোধী নয়। আমরা শান্তি, মানবাধিকার এবং আন্তর্জাতিক আইনের পক্ষে। আয়ারল্যান্ড দ্বি-রাষ্ট্র সমাধান চায়, যেখানে ইসরায়েল ও ফিলিস্তিন শান্তি ও নিরাপত্তার সঙ্গে সহাবস্থান করবে। মানবাধিকার এবং আন্তর্জাতিক আইনের পক্ষে আমাদের অবস্থান থেকে আমরা কখনো সরে দাঁড়াবো না।

আইরিশ জনগণের মধ্যে ফিলিস্তিনের স্বাধীনতার আন্দোলনকে তাদের নিজেদের ব্রিটিশ দখলদারত্ববিরোধী সংগ্রামের সঙ্গে তুলনা করার প্রবণতা রয়েছে। চলতি বছরের মে মাসে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া তিনটি ইউরোপীয় দেশের একটি ছিল আয়ারল্যান্ড।

গত সপ্তাহে তারা গাজায় ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলার প্রতি সমর্থনেরও ঘোষণা দিয়েছে।

একুশে সংবাদ/ এস কে

Link copied!