মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বাশার আল-আসাদের ক্ষমতাচ্যুতির পর একটি ’অন্তর্ভুক্তিমূলক এবং সিরীয়দের নেতৃত্বে’ রাজনৈতিক প্রক্রিয়া বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেছে, দেশটির জনগণকে তাদের ভবিষ্যত নির্ধারণের সুযোগ দিতে হবে। এএফপি এ খবর জানায় ।
গত ৮ ডিসেম্বর হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) এর নেতৃত্বাধীন বিদ্রোহীরা সিরিয়ার রাজধানী দামেস্ক দখল করে প্রেসিডেন্ট বাশার আল আসাদের দীর্ঘ দিনের শাসনের অবসান ঘটায়।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক প্রেস বিবৃতিতে বলা হয়, আসাদের মিত্র, রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয়ই যার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে।
বিবৃতিতে সিরিয়া এবং এর প্রতিবেশীদের আঞ্চলিক নিরাপত্তাকে ক্ষুণ্ন করতে পারে এমন কোনও পদক্ষেপ থেকে বিরত থাকারও আহ্বান জানানো হয়েছে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :