AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ৪ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নিষিদ্ধ স্থানে ধূমপানে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে জরিমানা


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১২:১২ পিএম, ১৯ ডিসেম্বর, ২০২৪
নিষিদ্ধ স্থানে ধূমপানে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে জরিমানা

নিষিদ্ধ স্থানে ধূমপানের অভিযোগে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসানকে জরিমানা করা হবে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী জুলকাফ্লাই আহমদ।সংবাদমাধ্যম আরব নিউজ জানিয়েছে, সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসানের ধুমপানের একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায়, তিনি মালয়েশিয়ার নেগেরি সেম্বিলানের একটি রেস্তোরাঁর পাশে সিগারেট খাচ্ছেন।

২০১৯ সালে মালয়েশিয়ায় সব ধরনের রেস্তোরাঁ ও খাওয়ার স্থানে ধূমপান নিষিদ্ধ করা হয়েছিল। চলতি বছর আরো কঠোরভাবে এই আইন প্রয়োগ করা হয়।

এই ঘটনার পর পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান দুঃখ প্রকাশ করেন। তিনি জানান, স্বাস্থ্য কর্মকর্তাদের কাছ থেকে একটি নোটিশ পেয়েছেন। তিনি জরিমানা দিতে প্রস্তুত।

তিনি বলেন, ‘আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি জরিমানা দেব। আশা করি, ভবিষ্যতে এটি আর কখনো হবে না।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। একজন মন্তব্য করেন, ‘আপনি মন্ত্রী হন বা ভিভিআইপি, ভুল সব সময় ভুল। কেউই আইনের ঊর্ধ্বে নয়।’

আরেকজন বলেন, ‘আইন প্রণেতা এবং আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ, যারা আইন লঙ্ঘন করবেন তাদের জনসাধারণের চেয়ে বেশি শাস্তি হওয়া উচিত।’

মালয়েশিয়ার আইন অনুযায়ী, নিষিদ্ধ স্থানে ধূমপানের অপরাধে সর্বোচ্চ ৫ হাজার রিঙ্গিত জরিমানা হতে পারে।

 

একুশে সংবাদ/ এস কে

 

 

 

Link copied!