মিয়ানমারের প্রধান শহর মংডু টাউনশিপের রোহিঙ্গা গ্রামগুলো পুড়িয়ে দিয়েছে বৌদ্ধ উগ্রপন্থী রাখাইন জঙ্গি গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। বৃহস্পতিবার মিয়ানমারের একটি স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।সূত্র জানায়, মংডু টাউনশিপের বাকি রোহিঙ্গা গ্রাম ও ওয়ার্ডগুলো ইচ্ছাকৃতভাবে পুড়িয়ে দিচ্ছে সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মি।
গত ১৭ ডিসেম্বর দুপুর আনুমানিক ১টায় বৌদ্ধ চরমপন্থী রাখাইন জঙ্গি গোষ্ঠীটি ঐ এলাকায় রোহিঙ্গাদের বাড়িঘরে আগুন দেয়। মংডুর ডাউনটাউনের মং নি পাড়া, পিউ জি পাড়া, আলী পাড়া এবং ২নং ওয়ার্ডে আগুন ধরিয়ে দেওয়া হয়, যা সন্ধ্যা পর্যন্ত জ্বলতে থাকে। রোহিঙ্গাদের বাড়িঘর ও ভবনগুলো একের পর এক আগুনে পুড়িয়ে দেওয়া হয়।
সূত্রটি আরো জানায়, সন্ত্রাসী আরাকান আর্মি (এএ) নামে পরিচিত বৌদ্ধ চরমপন্থী রাখাইন জঙ্গি গোষ্ঠী ছাড়া অন্য কোনো সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি নেই এবং সেখানে কোনো সংঘর্ষও হয়নি। সংঘর্ষের কথা বলে ইচ্ছাকৃতভাবে গ্রাম ও ওয়ার্ডগুলোতে আগুন দেয় তারা।
মংডুর স্থানীয় এক বাসিন্দা বলেন, সন্ত্রাসী আরাকান আর্মি ইচ্ছাকৃতভাবে বাড়িঘর ও ভবন জ্বালিয়ে দিচ্ছে, কারণ তারা রোহিঙ্গাদের ঐ গ্রাম ও ওয়ার্ডে থাকতে দিতে চায় না। তাদের লক্ষ্য শহরের কেন্দ্রস্থলকে রোহিঙ্গামুক্ত করা।
এদিকে বৌদ্ধ চরমপন্থী রাখাইন জঙ্গি গোষ্ঠীটি মিয়ানমারের আরাকান রাজ্যের উত্তর মংডু টাউনশিপের রোহিঙ্গা গ্রামে কারফিউ জারি করেছে। সন্ধ্যা ৬টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি থাকে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :