AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ৪ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আফগানিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ৫২


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৩:৫৬ পিএম, ১৯ ডিসেম্বর, ২০২৪
আফগানিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ৫২

আফগানিস্তানের মধ্যাঞ্চলে পৃথক সড়ক দুর্ঘটনায় ৫২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৬৫ জন। বৃহস্পতিবার তালেবান সরকারের মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। গাজনি প্রদেশে একটি বাস ও জ্বালানি ট্যাঙ্কার এবং একটি ট্রাকের সঙ্গে অন্য একটি বাসের সংঘর্ষে ওই হতাহতের ঘটনা ঘটেছে।

বুধবার গভীর রাতে দেশটির মধ্যাঞ্চলীয় গজনি প্রদেশে দুর্ঘটনা দুটি ঘটে। প্রদেশটির তথ্য ও সংস্কৃতিবিষয়ক প্রধান হামিদুল্লাহ নিসার এক্সে (সাবেক টুইটার) জানান, গজনি প্রদেশের মধ্য দিয়ে যাওয়া একটি মহাসড়কে দুর্ঘটনা দুটি ঘটে। রাজধানী কাবুল ও কান্দাহার প্রদেশের কান্দাহার শহরকে যুক্ত করেছে মহাসড়কটি। তবে কোন দুর্ঘটনায় কতজন নিহত বা আহত হয়েছে তা তিনি উল্লেখ করেননি।

তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানতে পেরেছি যে কাবুল-কান্দাহার হাইওয়েতে দুটি মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে আমাদের ৫২ জন নিহত এবং আরও ৬৫ জন আহত হয়েছে।

তথ্য ও সংস্কৃতি বিষয়ক প্রাদেশিক প্রধান হামিদুল্লাহ নিসার জানিয়েছেন, গাজনির শাহবাজ গ্রামের কাছে একটি জ্বালানি ট্যাঙ্কার এবং একটি বাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। অপরদিকে পূর্বাঞ্চলীয় আন্দার জেলায় অপর একটি বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়েছে।

তিনি জানিয়েছেন, দুর্ঘটনার পর পরই ঘটনাস্থলে ছুটে গেছে উদ্ধারকারী দল। তারা আহতদের উদ্ধার করে হাসপাতালে স্থানান্তর করেছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।

প্রসঙ্গত, আফগানিস্তানে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। বছরের পর বছর ধরে সংঘাতের কারণে দেশটির সড়কের অবস্থা নাজুক। চালকেরা মহাসড়কে বিপজ্জনকভাবে গাড়ি চালান, তা ছাড়া দেশটিতে আইনকানুনের অভাব আছে।


 

একুশে সংবাদ/ এস কে

 

 

 

Link copied!