AB Bank
ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৬ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৯/১১ স্টাইলে রাশিয়ায় ড্রোন হামলা


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৬:০৫ পিএম, ২১ ডিসেম্বর, ২০২৪
৯/১১ স্টাইলে রাশিয়ায় ড্রোন হামলা

রাশিয়ার কাজানে একটি উঁচু বহুতল ভবনে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এই হামলার ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যায়, ২০০১ সালে আমেরিকার নিউইয়র্কের টুইন টাওয়ারে হওয়া হামলার দৃশ্যের মতোই এটি। তবে কাজানে এই হামলায় কেউ মারা যায়নি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, আজ শনিবার এই হামলা চালানো হয়েছে। মস্কো থেকে কাজান প্রায় ৮০০ কিলোমিটার দূরে। এটি মস্কোর পূর্বদিকে অবস্থিত। হামলা হওয়া ভবনটি আবাসিক বলে জানা যায়। এতে থাকা বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।

ভিডিওতে দেখা যায়, ড্রোন হামলার পর আগুন ধরে যায় ভবনে। ধোয়া ছড়িয়ে পড়তে থাকে। হামলার পর সতর্কতা জারি করেছে দেশটি। বিমানবন্দরে সাময়িক সময়ের জন্য ফ্লাইট বন্ধ রাখা হয়েছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এনডিটিভি বলছে, তিন ধাপে এই হামলা হয়। হামলা হয়েছে স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিট থেকে ৯টা ২০ মিনিট পর্যন্ত। এর আগে গত আগস্টেও এমন হামলা হয় রাশিয়ার সারাতভে। ওই সময় চারজন আহতের তথ্য জানায় রুশ কর্তৃপক্ষ।

নিউইয়র্কের টুইন টাওয়ারে ২০০১ সালে বিমান হামলা হয়। এটি ৯/১১ নামে পরিচিত। ওই সময় ওয়াশিংটনের পেন্টাগনেও হামলা করা হয়। আরেকটি হামলা হয় পেনসিলভানিয়ায়। এসব হামলায় ৩ হাজার মানুষ মারা যায়।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!