AB Bank
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইউক্রেন যুদ্ধে ১ হাজার উত্তর কোরীয় সেনা হতাহত


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৫:১৮ পিএম, ২৪ ডিসেম্বর, ২০২৪
ইউক্রেন যুদ্ধে ১ হাজার উত্তর কোরীয় সেনা হতাহত

ইউক্রেনে চলমান যুদ্ধে মিত্র রাশিয়ার পক্ষে লড়াই করতে গিয়ে এক হাজারের বেশি উত্তর কোরীয় সেনা নিহত বা আহত হয়েছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস)।দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার এক প্রতিবেদনের পর সোমবার (২৩ ডিসেম্বর) এই বিবৃতি প্রকাশিত হয়েছে।

গত সপ্তাহে সংসদ সদস্যদের কাছে উপস্থাপিত সেই প্রতিবেদনে বলা হয়েছিল, ডিসেম্বর থেকে সংঘাতে অংশ নেয়ার পর কমপক্ষে ১০০ উত্তর কোরীয় সেনা নিহত হয়েছে।

উত্তর কোরিয়া হাজারো সেনা রাশিয়ায় সামরিক বাহিনীকে সহায়তায় পাঠিয়েছে, যাদের মধ্যে অনেকে সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে মোতায়েন ছিল। ইউক্রেনীয় বাহিনী এর আগে এ অঞ্চলের কিছু এলাকা দখল করেছিল। জেসিএস জানিয়েছে, গোয়েন্দা ও অন্যান্য উৎস থেকে পাওয়া তথ্যে সম্প্রতি ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে যুদ্ধে নিয়োজিত উত্তর কোরিয়ার সেনাদের মধ্যে অন্তত এক হাজার ১০০ জন নিহত অথবা আহত হয়েছেন বলে জানা গেছে।

রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টায় সহায়তা করার জন্য উত্তর কোরিয়ার অতিরিক্ত সেনা মোতায়েনের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটির জেসিএস বলেছে, ‘পিয়ংইয়ং অতিরিক্ত সেনা মোতায়েনের জন্য প্রস্তুতি নিচ্ছে।’

পারমাণবিক অস্ত্রে সজ্জিত উত্তর কোরিয়া রাশিয়াকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে আরো সহায়তা করার জন্য ‘আত্ম-বিধ্বংসী ড্রোন উৎপাদন’ ও সরবরাহ করছে’ বলে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা তথ্য ইঙ্গিত দিয়েছে।

দক্ষিণের জেসিএস বলেছে, রাশিয়ার সেনাবাহিনীর জন্য ২৪০ মিলিমিটার রকেট লঞ্চার এবং স্ব-চালিত ১৭০ মিলিমিটার আর্টিলারি সরবরাহ করছে উত্তর কোরিয়া।

সিউলের সামরিক বাহিনী বলেছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে নিজেদের প্রচলিত যুদ্ধের সক্ষমতা আধুনিকীকরণের লক্ষ্যও রয়েছে উত্তর কোরিয়ার। যা দক্ষিণ কোরিয়ার জন্য পিয়ংইয়ংয়ের সামরিক হুমকি বৃদ্ধি করতে পারে।


সূত্র: রয়টার্স

একুশে সংবাদ/ এস কে

Link copied!