AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গুপ্ত হামলায় সিরিয়ায় নিরাপত্তা বাহিনীর ১৪ সদস্য নিহত


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১১:১২ এএম, ২৬ ডিসেম্বর, ২০২৪
গুপ্ত হামলায় সিরিয়ায় নিরাপত্তা বাহিনীর ১৪ সদস্য নিহত

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনীর গুপ্ত হামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বাহিনীর ১৪ জন সদস্য নিহত হয়েছে। এ ঘটনয়ি আহত হয়েছে আরো ১০ জন। মঙ্গলবার দেশটির পশ্চিমাঞ্চলের ভূমধ্যসাগরীয় বন্দর তারতুসের কাছে এই ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী দামাস্কাসের নিকটবর্তী কুখ্যাত সাইদনায়া কারাগারের সঙ্গে জড়িত এক সাবেক কর্মকর্তাকে গ্রেফতারের চেষ্টা করার সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা হামলার শিকার হয়।

মাত্র দুই সপ্তাহ আগে হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) গোষ্ঠীর নেতৃত্বে বিদ্রোহীরা আসাদকে উৎখাত করে। উত্তর-পূর্ব সিরিয়া থেকে শুরু হওয়া এইচটিএস-এর নেতৃত্বাধীন বিদ্যুৎগতি আক্রমণ পুরো দেশ জুড়ে ছড়িয়ে পড়ে এবং আসাদ পরিবারের ৫০ বছরের বেশি সময়ের শাসনের অবসান ঘটায়। আসাদ ও তার পরিবার পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিতে বাধ্য হয়। ক্ষমতা গ্রহণের পর সিরিয়ার ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের অধিকার ও স্বাধীনতা রক্ষার প্রতিশ্রুতি দিয়েছে এইচটিএস।

যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, সংঘর্ষে তিনজন যোদ্ধাও নিহত হয়েছে। নিরাপত্তা বাহিনী পরে অতিরিক্ত বাহিনী নিয়ে যায়।

এদিকে পৃথক আরেক ঘটনায় সিরিয়ার কর্তৃপক্ষ কেন্দ্রীয় শহর হোমসে রাতভর কারফিউ জারি করেছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

 

 


একুশে সংবাদ/ এস কে

Link copied!