প্রথমবারের মত নেপাল পোখারায় হট-এয়ার বেলুন উৎসবের আয়োজন করেছে।দশটি দেশ এই বেলুন উৎসবে অংশগ্রহন করছে। এর ফলে পোখারার আকাশ এখন বৈচিত্র্যময় রংয়ের ক্যানভাসে পরিনত হয়েছে। বিড়াল এবং ব্যাঙ আকৃতির বেলুনগুলো তুষার আবৃত অন্নপূর্না এলাকায় এক মন্ত্রমুগ্ধকর পরিবেশের সৃষ্টি করেছে।
২৯ বছর বয়সী স্পেনের বেলুন পাইলট দিয়েগো ক্রিয়াডো দেল রে বলছে, তুমি বুঝতেই পারবে না তুমি কোথায় যাচ্ছ। এটা দারুন, বেলুনে তুমি সেখানে যাবে প্রকৃতি তোমাকে যেখানে নিয়ে যাবে।”
এটা চমৎকার, বলেছে ৬৭ বছর বয়সী আমেরিকার বেলুন পাইলট ডিরেক হ্যামকক। হ্যামকক আরো বলছে, অন্নপূর্নার উপরে উঠার সাথে সাথে তুমি সমগ্র হিমালয় দেখবে। এটা অবিশ্বাস্য এবং যতবার তুমি পোখারার পর্বতমালা, পাহাড় এবং হ্রদগুলো দেখবে ততবারই তুমি অবাক হবে।
পর্যটন হচ্ছে নেপালের অর্থনীতির প্রধান খাত। করোনাভাইরাস মহামারি পররর্তী সময়ে এ বছর দেশটিতে আবারো লক্ষ লক্ষ পর্যটকের আগমন ঘটেছে। সেই সাথে হোটেল এবং বিমান বন্দরের মান উন্নয়নে দেশটিতে কাজ চলছে।
নেপালের বিমান উড্ডয়ন কর্তৃপক্ষ পোখারার আকাশে নয়দিনের জন্য বেলুন ফ্লাইটের অনুমোদন দিয়ে নোটিশ জারী করেছে। দুই শতাব্দী আগে ফ্রান্সের মন্টগোলফিয়ার ভাইয়েরা মনুষ্যবাহী বেলুন ফ্লাইট তৈরি করে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :