AB Bank
ঢাকা মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ১৫ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দক্ষিণ কোরিয়ায় যাত্রীবাহী প্লেন বিধ্বস্তে নিহত ৬২


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:১৫ এএম, ২৯ ডিসেম্বর, ২০২৪
দক্ষিণ কোরিয়ায় যাত্রীবাহী প্লেন বিধ্বস্তে নিহত ৬২

একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। যাতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ জনে। আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে । বিমানটিতে ১৮১ জন আরোহী ছিলেন বলে জানা গেছে। রোববার (২৯ ডিসেম্বর) বার্তাসংস্থা রয়টার্স ও সংবাদমাধ্যম আল জাজিরা আলাদা প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।


এতে বলা হয়, রোববার সকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে জেজু এয়ারের ৭সি২২১৬ ফ্লাইটটি ১৭৫ জন যাত্রী এবং ছয়জন ক্রু নিয়ে দেশের দক্ষিণে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার সময় দুর্ঘটনাটি ঘটে। এতে নিহতের সংখ্যা বেড়ে ৬২ জনে দাঁড়িয়েছে।


এক দমকল কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, দুর্ঘটনার পর দুজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে উদ্ধার অভিযান এখনও চলছে বলে জানানো হয়েছে।


এদিকে ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, বিমান দুর্ঘটনার পর দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং-মু ‘উদ্ধার অভিযানের জন্য সর্বাত্মক প্রচেষ্টার’ নির্দেশ দিয়েছেন। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং ইতোমধ্যেই দুজনকে জীবিত পাওয়া গেছে বলেও জানিয়েছে সংস্থাটি।


সংস্থাটি আরও জানিয়েছে, থাইল্যান্ড থেকে ফেরার পথে বিমানটি দেশের দক্ষিণ-পশ্চিমে বিমানবন্দরে অবতরণের চেষ্টা করার সময় ‘পাখির সাথে সংঘর্ষের ফলে ল্যান্ডিং গিয়ারে ত্রুটির কারণে’ দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে।

 

একুশে সংবাদ//কা.বে//র.ন

Link copied!