ভারতের লখনৌর একটি হোটেলে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে মা ও চার বোনকে হত্যা করেছে আরশাদ নামের এক যুবক। এরই মধ্যে পুলিশ ওই অভিযুক্তকে গ্রেফতার করেছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। পুলিশ জানিয়েছে, আরশাদ (২৪) নামের ওই অভিযুক্ত ব্যক্তি আগ্রার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, পারিবারিক বিরোধকে কেন্দ্র করেই তিনি তার মা ও চার বোনকে হত্যা করেছেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আরশাদ তার চার বোন আলিয়া (৯), আলশিয়া (১৯), আকসা (১৬) এবং রাহমিন (১৮) এবং তার মা আসমাকে খুন করেছেন। তিনি একাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন কিনা সে বিষয়টি এখনো নিশ্চিত নয়।
সেন্ট্রাল লখনৌর ডেপুটি পুলিশ কমিশনার রাভিনা তিয়াগি জানিয়েছেন, রাজ্যের নাকা এলাকায় অবস্থিত হোটেল শরনজিতে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকেই আরশাদকে গ্রেফতার করা হয়।
তথ্য-প্রমাণ সংগ্রহের জন্য ঘটনাস্থলে ফরেনসিক টিম পাঠানো হয়েছে বলেও জানানো হয়। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলেও জানানো হয়। পুলিশ জানিয়েছে, এই ঘটনার তদন্ত চলছে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :