AB Bank
ঢাকা শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কার্টারের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিবেন ট্রাম্প


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৫:৩৮ পিএম, ১ জানুয়ারি, ২০২৫
কার্টারের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিবেন ট্রাম্প

নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিবেন। গত রোববার যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়োবৃদ্ধ সাবেক প্রেসিডেন্ট কার্টার মারা গেছেন।ট্রাম্প ফ্লোরিডায় তার মার-এ-লাগো বাসভবনে ইংরেজি নববর্ষ উদযাপনের প্রাক্কালে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এই কথা বলেছেন।

তিনি সাংবাদিকদের বলেছেন, ‘আমাদের আমন্ত্রণ জানানো হয়েছে, সুতরাং আমি সেখানে যাবো।’

কার্টারের পরিবারের কারো সাথে তার কথাবার্তা হয়েছে কি-না সাংবাদিকদের এমন এক ফলো আপ প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, ‘আমি এই বিষয়ে কিছু বলতে চাই না।’

জিমি কার্টার ডেমোক্র্যাট দলীয় প্রার্থী হিসেবে ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত এক মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের নির্বাচনেও ডাকযোগে ভোট দিয়েছেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন তিনি রিপাবলিকান ট্রাম্পের প্রতিপক্ষ, তাই ডেমোক্র্যাট প্রার্থী কমলাকে ভোট দিয়েছেন।

কার্টারের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার কাজ শনিবার তার নিজ রাজ্য জর্জিয়া থেকে শুরু হয়ে ৯ জানুয়ারি ওয়াশিংটন ক্যাথেড্রালে শেষ হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্যান্য বিশিষ্টজনদের সঙ্গে সেখানে উপস্থিত থাকবেন।

এদিকে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন শেষ সপ্তাহ হোয়াইট হাউসে দায়িত্ব পালন করবেন। আশা করা হচ্ছে তিনি প্রয়াত সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের জীবন ও কর্মের ওপর শুভেচ্ছা বক্তব্য রাখবেন।

ওয়াশিংটনে ধর্মীয় অনুষ্ঠান শেষে কার্টারের দেহাবশেষ ব্যক্তিগত উদ্যোগে জর্জিয়ায় সমাহিত করা হবে।

 


একুশে সংবাদ/ এস কে

Link copied!