AB Bank
ঢাকা শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মিয়ানমারে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৬:১৪ পিএম, ১ জানুয়ারি, ২০২৫
মিয়ানমারে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা

মিয়ানমারে আনুষ্ঠানিকভাবে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দিয়েছেন ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের (এনইউজি) অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দুতের্তে।বুধবার ২০২৫ সালের নববর্ষকে স্বাগত জানাতে স্টেট অব দ্য ইউনিয়নে দেওয়া ভাষণে এ মন্তব্য করেন তিনি।

সন্ত্রাসী নেতা মিন অং হ্লাইং ও সামরিক কাউন্সিলকে অপসারণের পর ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের (এনইউজি) অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি দুতের্তে আনুষ্ঠানিকভাবে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দিয়েছেন, যা ট্রানজিশনাল ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (টিএনইউজি) নামে পরিচিত।

দুতের্তে বলেন, মিন অং হ্লাইং ও সামরিক কাউন্সিলকে অপসারণের পর একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। সে সরকার প্রকৃত আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা সম্পন্ন একটি ফেডারেল ইউনিয়ন গঠনের জন্য সব অংশীদারদের সঙ্গে আলোচনা করবে।

‘একবার ফেডারেল সংবিধান প্রণয়ন হয়ে গেলে জনগণ শান্তিপূর্ণ পরিবেশে একটি গণতান্ত্রিক ও সুষ্ঠু নির্বাচন চাইবে এবং নতুন সরকার সেই নির্বাচনের ফলাফলের ভিত্তিতে দেশ পরিচালনা করবে,’ বলেন এনইউজি’র ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দুওয়াল শিলা।

তিনি আরো বলেন, তাই শান্তিপূর্ণ পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত নির্বাচন অনুষ্ঠান কোনো সমাধান দেবে না। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত কেবল ফেডারেল সংবিধান প্রণয়নের পরে অনুষ্ঠিত নির্বাচনকে সমর্থন করা। কারণ ফেডারেল সংবিধান প্রণয়ন হলে একটি সুষ্ঠু পরিবেশ তৈরি হবে এবং আমরা আমাদের নিজস্ব ভাগ্য গঠন করতে পারবো।

ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট এবং বিপ্লবী শক্তি দেশের বর্তমান রাজনৈতিক সমস্যা এবং সংঘাতের অবসান ঘটাতে রাজনীতি ও প্রশাসনে সেনাবাহিনীর হস্তক্ষেপ অবসানের আহ্বান জানিয়েছে। শুধু এই পদ্ধতিতেই দেশে শান্তি আসবে।

একুশে সংবাদ/ এস কে

 

 

 

 

 

Link copied!