যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স রাজ্যে ইংরেজি নববর্ষের দিনে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। বেপরোয়া গতিতে মানুষের ভিড়ের মধ্যে ঢুকে পড়েছে একটি গাড়ি। এছাড়া ভিড়ে গুলিও চালিয়েছেন গাড়িটির চালক। এতে বহু হতাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
সিবিএস নিউজের প্রতিবেদন মতে, বুধবার নিউ অরলিন্স শহরের ফ্রেঞ্চ কোয়ার্টারের বোরবন স্ট্রিটে এ দুর্ঘটনা ঘটে।পুলিশের বরাতে স্থানীয় ডব্লিউজিএনও টিভি জানিয়েছে, দুর্ঘটনায় ১০ জনের প্রাণহানি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
যেখানে দুর্ঘটনাটি ঘটেছে সেই বোরবন স্ট্রিট অসংখ্য বার ও ক্লাবের জন্য পরিচিত। নতুন বছরের প্রথম দিন অর্থাৎ ২০২৫-এর আগমন উপলক্ষে মানুষে পরিপূর্ণ ছিল ঘটনাস্থল।
প্রত্যক্ষদর্শীরা সিবিএস নিউজকে বলেছেন, একটি গাড়ি দ্রুত গতিতে বোরবন স্ট্রিটে মানুষের ভিড়ের মধ্য দিয়ে চলে যায়। এর মধ্যে চালক বের হয়ে একটি অস্ত্র উঁচিয়ে গুলি ছুড়তে শুরু করেন। সঙ্গে সঙ্গে পুলিশও ঘটনাস্থলে উপস্থিত হয়ে পাল্টা গুলি চালায়।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :