AB Bank
ঢাকা শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ম্যাগওয়েতে জরুরি সেনা মোতায়েন করেছে সামরিক কাউন্সিল


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৭:০৪ পিএম, ১ জানুয়ারি, ২০২৫
ম্যাগওয়েতে জরুরি সেনা মোতায়েন করেছে সামরিক কাউন্সিল

মিয়ানমারের ম্যাগওয়ে অঞ্চলের সব সামরিক কাউন্সিল ঘাঁটিতে (এমএএফ) বিদ্রোহী বাহিনীর আক্রমণের আশঙ্কায় জরুরি সেনা মোতায়েন করেছে সামরিক কাউন্সিল। ইয়াঙ্গুন টাইমস বুধবার (১ জানুয়ারি) এক রিপোর্টে এ তথ্য জানায়।

সামরিক কাউন্সিলের একটি সূত্র ইয়াঙ্গুন টাইমসকে জানিয়েছে, বিদ্রোহী বাহিনীর আক্রমণের আশঙ্কায় কাউন্সিল বাহিনী ম্যাগওয়ে অঞ্চলের সব সামরিক কাউন্সিল ঘাঁটিতে জরুরি সেনা মোতায়েন করে। ২০ ডিসেম্বর থেকে সামরিক কাউন্সিল বাহিনী ম্যাগওয়ে অঞ্চলের সমস্ত সামরিক ঘাঁটিতে বর্তমান শক্তির বাইরে অতিরিক্ত সৈন্য মোতায়েন করে আসছে, যা নিকটবর্তী শহরগুলো থেকে হেলিকপ্টারের মাধ্যমে এসব নিয়ন্ত্রণাধীন সামরিক ঘাঁটিতে পাঠানো হয়েছে।

নে পাই তাও-এর একটি সামরিক সূত্র ইয়াঙ্গুন টাইমসকে জানিয়েছে, আমরা আমাদের সামরিক শক্তি বৃদ্ধি করছি কারণ আমরা আশঙ্কা করছি তুলা কারখানাগুলোতে হামলা চালানো হবে। কারখানার আশেপাশে মাইনের সংখ্যা বাড়ানোর পাশাপাশি, আমরা আরো বাঙ্কার তৈরি করছি, সৈন্যও সরবরাহের সংখ্যা বাড়াচ্ছি। সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হল রাখাইন রাজ্য থেকে বিদ্রোহী বাহিনী ম্যাগওয়ে অঞ্চলের তুলা কারখানায় প্রবেশ করবে।সামরিক কাউন্সিল ম্যাগওয়ে অঞ্চলের মোট ১৫টি তুলা কারখানায় নিরাপত্তা বৃদ্ধি করেছে, যার মধ্যে রয়েছে ২ নম্বর কটন কারখানা, ৮ নম্বর, ১০, ১২, ১৩, ১৪, ১৫, ১৭, ১৮, ২০, ২১, ২২, ২৩, ২৪, এবং ২৫ নম্বর কারখানা।

সামরিক কাউন্সিল প্রধান মিন অং হ্লাইং বেশ কয়েক জাতিগত নেতাদের বিরুদ্ধে দেশের উন্নয়নের জন্য তার প্রচেষ্টা সত্ত্বেও ঐক্য ভাঙার চেষ্টার অভিযোগ করেছেন। তিনি আজ নববর্ষের ভাষণে এ মন্তব্য করেন। মিন অং হ্লাইং বলেন, তিনি দেশকে একটি নির্দিষ্ট উন্নয়নশীল অবস্থানে নিতে কাজ করছেন এবং ২০২৪ সালের জনসংখ্যা ও আবাসন শুমারি সফলভাবে সম্পন্ন করা ও ৫ম মিয়ানমার গেমসের সফল আয়োজন দেশের অগ্রগতির অন্যতম উদাহরণ। তিনি কিছু জাতিগত সশস্ত্র গোষ্ঠীর নেতাদের অভিযুক্ত করে বলেন, দেশের উন্নতির জন্য তার প্রচেষ্টা সত্ত্বেও ঐক্য ভাঙার চেষ্টা করা হচ্ছে।

মিন অং হ্লাইং আরো বলেন, সশস্ত্র গোষ্ঠীর নেতারা ‘বিভিন্ন ছদ্মবেশে’ গণতন্ত্র চান বলে দাবি করে, কিন্তু বাস্তবে, তারা শুধুমাত্র নিজেদের আকাঙ্ক্ষার ভিত্তিতে সশস্ত্র সংঘাত সৃষ্টি করছে। একইভাবে, কিছু জাতিগত নেতারা ফেডারেল অধিকার এবং জাতিগত অধিকার সম্পর্কে কথা বলেন, কিন্তু তারা গণতন্ত্রের প্রকৃতির প্রতি অন্ধ ও ইউনিয়ন ভাঙনের দিকে কাজ করছেন।

সামরিক কাউন্সিল প্রধান বলেন, নির্বাচন ২০২৫ সালে অনুষ্ঠিত হবে এবং নির্বাচন যেন সফল হয় তা নিশ্চিত করতে সব দলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। বর্তমানে, যদিও মিন অং হ্লাইং সশস্ত্র সংঘাতের রাজনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন, কিন্তু বাস্তবে, সামরিক বাহিনীর বিমান সারাদেশে বোমাবর্ষণ ও মানুষ হত্যা করে আসছে।


একুশে সংবাদ/ এস কে

Link copied!