AB Bank
ঢাকা রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মন্টিনিগ্রোতে রেস্তোরাঁয় তর্ক-বিতর্কের জেরে বন্দুক হামলা, নিহত ১০


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৯:১১ এএম, ২ জানুয়ারি, ২০২৫
মন্টিনিগ্রোতে রেস্তোরাঁয় তর্ক-বিতর্কের জেরে বন্দুক হামলা, নিহত ১০

বলকান অঞ্চলের দেশ মন্টিনিগ্রোতে একটি রেস্তোরাঁর মধ্যে তর্ক-বিতর্কের জেরে এক ব্যক্তির বন্দুক হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় হামলাকারী নিজেও আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।দেশটির পুলিশ জানিয়েছে,  বুধবার দক্ষিণ মন্টিনিগ্রোতে একজন বন্দুকধারী দুই শিশুসহ অন্তত ১০ জনকে গুলি করে হত্যা করেছে। একজন পুলিশ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে সরকারি সম্প্রচারমাধ্যম আরটিসিজি জানিয়েছে, অতিথিদের মধ্যে মৌখিক তর্কের পরে অন্তত কিছু মৃত্যুর ঘটনা সেটিনজে এলাকার একটি রেস্তোরাঁর ভেতরে ঘটেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী দানিলো সারানোভিচের মতে, বন্দুকধারী তার নিজের পরিবারের সদস্যদের, রেস্টুরেন্ট মালিকের দুই সন্তান এবং মালিককেও হত্যা করেছে।

একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, আলেকসান্ডার মার্টিনোভিচ (৪৫) নামে ওই হামলাকারী গোলাগুলির ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। কিন্তু পরে পুলিশ তাকে ঘেরাও করে এবং এরপরই তিনি আত্মহত্যা করেন।

বার্তাসংস্থা এএফপির খবরে বলা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী সারানোভিচ এই ঘটনাটিকে বিরক্ত আন্তঃব্যক্তিক সম্পর্কের পরিণতি বলে অভিহিত করেছেন। গোলাগুলিতে গুরুতর আহত হওয়ার পরে চারজন হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন বলেও প্রধানমন্ত্রীর বরাতে জানিয়েছে এএফপি।

সংবাদমাধ্যম রয়টার্স নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, অস্ত্র রাখার অভিযোগে আগেও ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল।মূলত বলকান অঞ্চলের ছোট রাষ্ট্র মন্টিনিগ্রোতে এই ধরনের বন্দুক হামলার ঘটনা তুলনামূলকভাবে বিরল।  

একুশে সংবাদ/ এস কে

 

Link copied!