AB Bank
ঢাকা রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নৌকাডুবি, নিখোঁজ ২০


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৯:২১ এএম, ২ জানুয়ারি, ২০২৫
লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নৌকাডুবি, নিখোঁজ ২০

লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নৌকা ডুবে অন্তত ২০ জন নিখোঁজ রয়েছেন।ইতালীয় দ্বীপ ল্যাম্পেডুসার মেয়র এ তথ্য জানিয়েছে। তিনি জানান, এ ঘটনায় সাত অভিবাসীকে উদ্ধার করা হয়েছে।  

জানা গেছে, এখন পর্যন্ত সাতজনকে উদ্ধার করা হয়েছে। যাদের মধ্যে আট বছরের এক সিরীয় শিশু রয়েছে। ওই শিশু জার্মানিতে বসবাসকারী তার বাবার কাছে যাচ্ছিল। বিপজ্জনক সফরে শিশুটি তার মায়ের সঙ্গে ছিলেন, কিন্তু মঙ্গলবার নৌকাডুবির পর থেকে তাকে আর দেখা যায়নি।

লাম্পেদুসায় নিয়ে আসা জীবিতরা জানান, নিখোঁজদের মধ্যে পাঁচজন নারী ও তিনজন শিশু রয়েছে।

স্থানীয় মেয়র ফিলিপ্পো মানিনো বলেছেন, এই দরিদ্র আত্মাগুলো খুব কাছাকাছি ছিল, কিন্তু তারা তীরে পৌঁছায়নি। এটি আরও হৃদয়বিদারক। ছোট নৌকাটি সোমবার গভীর রাতে লিবিয়ার জুওয়ারা শহর থেকে যাত্রা করেছিল তবে মঙ্গলবার ভোরে এটি উল্টে যায়। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মরদেহ উদ্ধার করা যায়নি।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মতে, আফ্রিকা এবং ইউরোপের মধ্যে সমুদ্র অভিবাসন পথটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক। ২০১৪ সাল থেকে মধ্য ভূমধ্যসাগরে প্রায় ২৪ হাজার ৫০০ জন নিখোঁজ হয়েছেন বা মারা গেছেন। মূলত লিবিয়া ও তিউনিসিয়া থেকে রওনা হওয়া নৌকাগুলোতেই বেশিরভাগ মৃত্যু হয়েছে। এদিকে ইতালীয় সরকার অভিবাসীদের প্রস্থান কমানোর চেষ্টা করছে। তারা বলেছে, এটি সমুদ্রে জীবন বাঁচাতে পারে।


সূত্র : আল আরাবিয়া  

একুশে সংবাদ/ এস কে

 

Link copied!