AB Bank
ঢাকা সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ফের ব্যাপক সংঘর্ষ


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৫:০৩ পিএম, ৩ জানুয়ারি, ২০২৫
পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ফের ব্যাপক সংঘর্ষ

পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী ও তালেবান সেনাদের মধ্যে সীমান্তে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুদেশের মধ্যে সীমান্ত অঞ্চল নিয়ে গত কয়েকদিন ধরেই উত্তেজনা বিরাজ করছিল। উভয়পক্ষই একেঅপরকে সীমান্ত লঙ্ঘনের অভিযোগ করে থাকে।

শুক্রবার আফগান সংবাদমাধ্যম খামা প্রেস জানায়, নতুন এই সংঘর্ষের সূচনাস্থল খোস্ত প্রদেশের আলী শের এবং জাজিয়া ময়দানে। যা বিরোধপূর্ণ ডুরান্ড লাইনের কাছে অবস্থিত। তবে এ সংঘর্ষ নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো দেশই মুখ খোলেনি। এ ঘটনায় কতজন হতাহত হয়েছে সে ব্যাপারেও এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য,গত ২৪ ডিসেম্বর আফগানিস্তানের পাকতিয়া প্রদেশে ব্যাপক বিমান হামলা চালায় পাকিস্তান। এতে ৭০ জনের বেশি মানুষ প্রাণ হারান। পাকিস্তান হামলার দায় স্বীকার করে জানায় তারা জঙ্গিদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। তবে আফগান তালেবান জানিয়েছে, এ হামলায় নারীশিশুসহ বেসামরিক মানুষ নিহত হয়েছেন।

এর জবাব দিতে তালেবান সেনারা পাকিস্তানের কয়েকটি সীমান্ত চৌকিতে হামলা চালায়। এতে ১৯ পাকিস্তানি সৈন্য নিহত হয় বলে দাবি করে তারা। এছাড়া ঐ সময় আরো তিন বেসামরিক আফগান নিহত হন।

পাকিস্তানের দাবি, সশস্ত্র জঙ্গিগোষ্ঠী টিটিপির সদস্যরা আফগান সীমান্তে অবস্থান নিয়ে আছে। যারা প্রায়ই তাদের ওপর হামলা চালায়। দেশটির অভিযোগ, তালেবান টিটিপির সদস্যদের আশ্রয় দেয়। তবে এই অভিযোগ অস্বীকার করে আফগান শাসকরা।


একুশে সংবাদ/ এস কে

Link copied!