AB Bank
ঢাকা সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দক্ষিণ কোরিয়া সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৭:২৮ পিএম, ৩ জানুয়ারি, ২০২৫
দক্ষিণ কোরিয়া সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন আগামী সপ্তাহে দক্ষিণ কোরিয়া সফরে যাচ্ছেন। দেশটিতে রাজনৈতিক অস্থিরতা নিয়ে তিনি আলোচনা করবেন।  শুক্রবার দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, প্রতিরোধের কারণে অভিশংসিত প্রেসিডেন্টকে গ্রেফতার করা যায়নি, এতে দেশটিতে রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে।

আজ এএফপি এক সংবাদে জানায়, দক্ষিণ কোরিয়া ওয়াশিংটনের অন্যতম প্রধান নিরাপত্তা মিত্র তবে দেশটিতে গত ৩ ডিসেম্বর প্রেসিডেন্ট ইউন সুক ইওলের ব্যর্থ সামরিক আইন জারির কারণে একটি সঙ্কটময় পরিস্থিতি তৈরি হয়েছে।

সিউলে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ব্লিঙ্কেন দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো তাই-ইউলের সঙ্গে সোমবার বৈঠক করবেন।

মন্ত্রণালয় বলেছে, তারা দক্ষিণ কোরিয়া-মার্কিন জোট, দক্ষিণ কোরিয়া-মার্কিন-জাপান সহযোগিতা, উত্তর কোরিয়ার সমস্যা ও আঞ্চলিক এবং বৈশ্বিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

ইউনের সামরিক আইন জারি করায় তদন্তকারীরা শুক্রবার তাকে গ্রেফতার করার জন্য পরোয়ানা কার্যকর করার চেষ্টা করেছেন, কিন্তু প্রেসিডেন্টের নিরাপত্তারক্ষীরা তা প্রত্যাখ্যান করেছিল।
এই গ্রেফতার পরোয়ানার মেয়াদ আগামী ৬ জানুয়ারিতে শেষ হবে। ওই একই দিনে চো-এর সঙ্গে ব্লিঙ্কেনের দেখা করার পরিকল্পনা করেছেন।

গত মাসে ওয়াশিংটন বলেছিল, তারা ইউনের বিভ্রান্তিকর সামরিক আইন জারির পর গণতন্ত্র রক্ষা করতে দক্ষিণ কোরিয়ার সঙ্গে কথা বলবে।

 


 

একুশে সংবাদ/ এস কে


 

Link copied!