কাতারের দোহায় যুদ্ধবিরতি আলোচনার মধ্যেও অবরুদ্ধ গাজায় ইসরাইলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরো ৬১ ফিলিস্তিনি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর ফলে গত দুই দিনে গাজার বিভিন্ন এলাকায় ইসরাইলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা প্রায় ১৪০ জনে পৌঁছেছে। শনিবার সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার গাজার মাঘাজি শরণার্থী শিবিরসহ বিভিন্ন এলাকায় ব্যাপক হামলা চালানো হয়। এর আগে বৃহস্পতিবারও ৭৭ ফিলিস্তিনি নিহত হন।
ইসরাইলি বাহিনীর দাবি, হামাসের ৪০টি অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, তবে তারা এই হামলার মাধ্যমে গাজার সাধারণ বাসিন্দাদের ক্ষতি এড়ানোর চেষ্টা করেছে। কিন্তু হামাসের পক্ষ থেকে এসব দাবি নাকচ করা হয়েছে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :