AB Bank
ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভারত সফরে যাচ্ছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০১:৫৯ পিএম, ৫ জানুয়ারি, ২০২৫
ভারত সফরে যাচ্ছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

জো বাইডেন প্রশাসনের বিদায়ী নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান দুই দিনের সফরে আজ রোববার দিল্লিতে পৌঁছবেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এই তথ্য জানিয়েছে।

এ সফরে জ্যাক সুলিভান ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বৈঠকে আঞ্চলিক এবং বৈশ্বিক বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি বলেছেন, সুলিভানের সফর ভারতীয় সঙ্গে আমাদের অংশীদারত্ব আরও গভীর করবে। দ্বিপক্ষীয় বৈঠকে মহাকাশ, প্রতিরক্ষা, কৌশলগত প্রযুক্তি সহযোগিতা, ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।

মার্কিন গণমাধ্যমগুলোর তথ্য মতে, চলতি মাসেই দায়িত্ব ছাড়বেন জ্যাক সুলিভান, ফলে এটি তাঁর ভারতে শেষ রাষ্ট্রীয় সফর হবে। ৪৮ বছর বয়সী সুলিভান ২০২১ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। আগামী ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন এবং তাঁর প্রশাসনে সুলিভানের স্থলাভিষিক্ত হবেন মাইকেল ওয়াল্টজ।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, সুলিভান তার সফরের সময় দিল্লির আইআইটিতে বৈদেশিক নীতিবিষয়ক একটি গুরুত্বপূর্ণ বক্তৃতা দেবেন।

পিটিআই আরও জানিয়েছে, সুলিভান এবং দোভাল যেসব বিষয় নিয়ে আলোচনা করবেন, তার মধ্যে বেসামরিক পারমাণবিক অংশীদারিত্বের অগ্রগতি এবং চীনের শক্তি বৃদ্ধির মোকাবিলার উপায়সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় থাকবে।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!