AB Bank
ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আরসা ঘাটি দখলে নিল আরাকান আর্মি


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০১:০৫ পিএম, ৬ জানুয়ারি, ২০২৫
আরসা ঘাটি দখলে নিল আরাকান আর্মি

আরাকান আর্মি বাংলাদেশ-মিয়ানমারের উত্তর সীমান্তে আরসা ঘাটিতে আক্রমণ চালিয়ে দখলে নিয়েছে। সূত্রের মতে জানা গেছে আরাকান আর্মি রাখাইনের পশ্চিম সীমান্তে মংডু টাউনশিপের বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে পিলার নং ৪৫ ও ৪৬ ওয়েলা তাউং রোড সেক্টর ২ এলাকায় আক্রমণ চালিয়ে লুকিয়ে থাকা আরসাদের বিতাড়িত করে।মংডু টাউনশিপের উত্তরে খাওং পে-এর এক বাসিন্দা নারিনজারা নিউজকে বলেন, আরসার ঘাটি আক্রমণের সময় আরাকান ও বিদ্রোহী আরসার মধ্যে ভয়াবহ যুদ্ধ বাঁধে ।  

জানা যায়, গত ২ জানুয়ারী, আরাকান আর্মি ওয়াইলা টাং রোডে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে পিলার নং ৪৫ এবং ৪৬-এ লুকিয়ে থাকা আরসা সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালায়। এরপর দুই বিদ্রোহী বাহিনীদের মধ্যে তুমুল যুদ্ধ সংঘটিত হয়। তবে সংঘাত পরবর্তী পরিস্থিতি জানা যায়নি।

আরাকান আর্মি ওয়াইলা টাং রোডে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে পিলার নং ৪৫ এবং ৪৬-এ লুকিয়ে থাকা আরসা সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালায়
আরাকান আর্মি ওয়াইলা টাং রোডে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে পিলার নং ৪৫ এবং ৪৬-এ লুকিয়ে থাকা আরসা সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালায়

স্থানীয় বাসিন্দাদের মতে, গত ৮ ডিসেম্বর মংডুর নাসাকা দখল করে আরাকান আর্মির উপকূলরক্ষী বাহিনী এলাকায় সন্ত্রাসী বাহিনী আরসার উপর হামলা চালিয়ে সেখান থেকে তাদের উৎখাত করে।

এ ঘটনার পর আরএসও এক ভিডিও বার্তায় বলে, আমরা ‘রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও)’র বিশেষ বাহিনী যারা প্রতিটি অধিকার থেকে বঞ্চিত ছিল, আমাদের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধে করছে এবং জান্তা ও বৌদ্ধদের দ্বারা স্বীকৃত নয়।

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!