AB Bank
ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিরিয়ায় সরকারি চাকরিজীবীদের বেতন ৪০০ শতাংশ বাড়ানোর ঘোষণা


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৬:৩৭ পিএম, ৬ জানুয়ারি, ২০২৫
সিরিয়ায় সরকারি চাকরিজীবীদের বেতন ৪০০ শতাংশ বাড়ানোর ঘোষণা

সিরিয়ায় সরকারি চাকরিজীবীদের বেতন ৪০০ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে আহমেদ আল-শারা নেতৃত্বাধীন সিরিয়া সরকার। রোববার (৫ জানুয়ারি) সিরিয়ার অন্তর্বর্তী সরকারের অর্থমন্ত্রী মোহাম্মদ আবাজেদ এ ঘোষণা দেন।


আবাজেদ বলেন, দক্ষতা ও জবাবদিহিতা বাড়াতে মন্ত্রণালয়গুলোর প্রশাসনিক পুনর্গঠন সম্পন্ন করার পর আগামী মাসে সরকারি খাতের অনেক কর্মচারীর বেতন ৪০০ শতাংশ বৃদ্ধি করবে সরকার।


এ জন্য আনুমানিক ১.৬৫ ট্রিলিয়ন সিরীয় পাউন্ড বা প্রায় ১২৭ মিলিয়ন ডলার ব্যয় হবে বলেও জানিয়েছেন আবাজেদ। তিনি বলেন, বিদ্যমান রাষ্ট্রীয় সম্পদ, আঞ্চলিক সহায়তা, নতুন বিনিয়োগ এবং বিদেশে রাখা সিরিয়ার সম্পদের সমন্বয়ে এই অর্থায়ন করা হবে। দেশের অর্থনৈতিক বাস্তবতার জরুরি সমাধানের পথে এটিই প্রথম পদক্ষেপ।


রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, দীর্ঘ ১৩ বছরের সংঘাত ও নিষেধাজ্ঞার পর সিরিয়ার অর্থনীতিকে স্থিতিশীল করতে নতুন সরকারের বৃহত্তর কৌশলের অংশ হিসেবে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।


আবাজেদ আরও বলেন, ক্ষমতাচ্যুত বাশার আল-আসাদের শাসনামলে সরকারি খাতের কর্মচারীদের মাসে গড়ে প্রায় ২৫ ডলার বেতন দেওয়া হতো। এটি কর্মচারীদের এবং দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীকে দারিদ্র্যসীমার নিচে নিয়ে গেছে।


কেন্দ্রীয় ব্যাংকে থাকা অর্থের বেশিরভাগই সিরিয়ার মুদ্রা, যার তেমন মূল্য নেই। তবে নতুন সরকারকে আঞ্চলিক ও আরব দেশগুলো থেকে সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলে জানান অর্থমন্ত্রী মোহাম্মদ আবাজেদ।


একুশে সংবাদ//দৈ.ই.///র.ন

Link copied!