AB Bank
ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে নেপাল


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:৫৩ এএম, ৭ জানুয়ারি, ২০২৫
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে নেপাল

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে হিমালয়ের দেশ নেপাল। মঙ্গলবার সকালে আঘাত হানে এ ভূমিকম্প। নেপালের লেবুচি থেকে ৯৩ কিলোমিটার উত্তর পশ্চিম অঞ্চলে সৃষ্ট এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.১।

এদিকে, শক্তিশালী ঐ ভূমিকম্পের পর পরবর্তী ৪০ মিনিটের মধ্যে একই উৎপত্তিস্থলে আরো ৫টি আফটার শক (পরাঘাত) অনুভূত হয়েছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)। যেগুলোর মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ এর বেশি বা এর কাছাকাছি।

সাধারণত কোথাও ভূমিকম্প হলে, তারপর কিছু সময় ধরে এই ধরনের কম্পন অনুভূত হয়। আর এই কম্পনকে বল হয় আফটার শক।

৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পটির পর প্রথম আফটার শক আঘাত হানে ৭টা ১৩ মিনিটে, যার মাত্রা ছিল ৫.১। এরপর ৭টা ২৪ মিনিটে ৫ মাত্রার, ৭টা ৩২ মিনিটে ৪.৮ মাত্রার, ৭টা ৩৭ মিনিটে ৪.৯ মাত্রার এবং ৭টা ৪৩ মিনিটে ৪.৯ মাত্রার আরেকটি আফটার শক অনুভূত হয়।

সকালের শক্তিশালী এই ভূমিকম্পটির প্রভাব বাংলাদেশ, ভারত, ভুটান এবং চীনেও অনুভূত হয় বলে জানা গেছে।

একুশে সংবাদ/ এস কে

Link copied!