AB Bank
ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শক্তিশালী ভূমিকম্পে তিব্বতে ৫৩ জনের মৃত্যু


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১২:০৬ পিএম, ৭ জানুয়ারি, ২০২৫
শক্তিশালী ভূমিকম্পে তিব্বতে ৫৩ জনের মৃত্যু

চীনের তিব্বতের শিগাৎসে শহরে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন ৬২ জন।ভূমিকম্পে  হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।মঙ্গলবার চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিনহুয়ার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) এর তথ্যমতে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯ টা ৫ মিনিটে তিব্বতে ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলের যার মাত্রা ছিল ৭.১। ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল তিব্বতের রাজধানী লাসা থেকে প্রায় ৫০ মাইল পশ্চিমের শহর শিগাৎসে।

এদিকে নেপালে একইদিনে সৃষ্ট ভূকম্পের ফলে ভারতের বিহারের বিভিন্ন এলাকায় তা অনুভূত হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

নেপাল ভূতাত্ত্বিকভাবে ভূমিকম্প প্রবণ এলাকায় অবস্থিত। কারণ দেশটিতে ভারত ও ইউরেশিয়ান টেকটকিন প্লেটের সংঘর্ষ হয়। যার ফলে প্রায়ই ভূমিকম্পের ঘটনা ঘটে। এর আগে ২০১৫ সালে দেশটিতে ৭.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। সে সময় ৯ হাজার মানুষ নিহত হয় এবং আহত হয় আরো ২২ হাজার মানুষ। এছাড়া বিধ্বস্ত হয় প্রায় ৫ লাখের বেশি বাড়িঘর।

একুশে সংবাদ/ এস কে

Link copied!