AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বিচারের মুখোমুখি করবে প্রতিরোধ যোদ্ধারা


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৪:৪২ পিএম, ৮ জানুয়ারি, ২০২৫
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বিচারের মুখোমুখি করবে প্রতিরোধ যোদ্ধারা

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের নেতা ওসামা হামদান ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে বিচারের মুখোমুখি করা হবে। তিনি দাবি করেছেন, ব্লিঙ্কেন ইসরায়েলের কর্মকাণ্ডের সহযোগী ছিলেন এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের অপরাধে অংশগ্রহণ করেছেন।

মঙ্গলবার আলজেরিয়ায় এক সংবাদ সম্মেলনে ওসামা হামদান বলেন, ব্লিঙ্কেনের বিবৃতি বিভ্রান্তিকর এবং তাদের বিশ্বাসযোগ্য নয়। তিনি আরও বলেন, ব্লিঙ্কেন ফিলিস্তিনিদের বিরুদ্ধে অপরাধে সহযোগিতা করেছেন এবং তাকে বিচারের মুখোমুখি করা হবে।

গত সপ্তাহে নিউইয়র্ক টাইমসকে দেয়া সাক্ষাৎকারে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন দাবি করেন যে, হামাসের জন্য গাজায় যুদ্ধবিরতি সম্ভব হচ্ছে না। তিনি আরও বলেন, বিশ্বনেতারা হামাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে পারছেন না। ব্লিঙ্কেন বলেন, "আমরা দেখছি হামাস চুক্তি করছে না, যা হওয়া উচিত ছিল। কেন বিশ্বনেতারা হামাসকে অস্ত্র ফেলে দেয়ার জন্য, জিম্মিদের মুক্তি দেয়ার জন্য এবং আত্মসমর্পণের জন্য চাপ দিতে ঐক্যবদ্ধ হচ্ছেন না? আমি জানি না এর উত্তর কী। ইসরায়েল একাধিকবার হামাস নেতা ও যোদ্ধাদের নিরাপদ প্রস্থানের প্রস্তাব দিয়েছে। তবে বিশ্ব কোথায়? বিশ্ব কোথায়, যেটি বলছে, হ্যাঁ এটি করুন, যুদ্ধ বন্ধ করুন এবং মানুষের ভোগান্তি থামান, যেটি আপনারা তৈরি করেছেন?"

ওসামা হামদান বলেছেন, ইসরায়েলের সঙ্গে আলোচনা করে তারা বুঝতে পেরেছেন যে, শুধুমাত্র শক্তি প্রয়োগের মাধ্যমে ফিলিস্তিনিদের স্বাধীনতা অর্জন করা সম্ভব। তিনি আরও বলেন, "ইসরায়েলের শর্ত ছাড়া গাজার পুনর্গঠন কাজ হতে হবে। আমি আশা করছি, খুব দ্রুত আমরা তা অর্জন করতে পারব।"

গাজার শাসন প্রতিষ্ঠা করতে একটি জাতীয় কমিটি গঠনের আহ্বান জানান তিনি, যেখানে দুর্নীতিবাজরা গাজার জনগণের ওপর নিপীড়ন চালাতে পারবে না। সিরিয়ার নতুন সরকারও তাদের পাশে থাকবে বলে আশা ব্যক্ত করেন হামদান। ব্লিঙ্কেনের পাশাপাশি, ইসরায়েলি সেনাদের যুদ্ধাপরাধের জন্য আইনের আওতায় আনার অঙ্গীকার করেন তিনি।


সূত্র : টাইমস অব ইসরায়েল

 

একুশে সংবাদ/এনএস

Link copied!