AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইতালির যে গ্রামে অসুস্থ হওয়া নিষিদ্ধ


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৫:৫৭ পিএম, ৮ জানুয়ারি, ২০২৫
ইতালির যে গ্রামে অসুস্থ হওয়া নিষিদ্ধ

ইতালির দক্ষিণ ক্যালাব্রিয়া অঞ্চলের একটি ছোট্ট গ্রাম বেলকাস্ত্রো, যা দেশের সবচেয়ে দরিদ্র গ্রামগুলোর মধ্যে একটি। এই গ্রামে বাসিন্দাদের গুরুতর অসুস্থ হওয়া থেকে বিরত থাকতে এক ব্যতিক্রমী নির্দেশনা জারি করা হয়েছে।

স্থানীয় মেয়র আন্তোনিও তোরচিয়া গ্রামের জনগণের উদ্দেশে একটি নির্দেশনা জারি করে বলেন, "জরুরি চিকিৎসাসেবা প্রয়োজন হতে পারে এমন অসুস্থতাগুলো এড়িয়ে চলার জন্য গ্রামের বাসিন্দাদের নির্দেশ দেওয়া হলো।"

ইতালির বেলকাস্ত্রো গ্রামের বাসিন্দাদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে একটি বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে। আদেশে বলা হয়েছে, গ্রামবাসীরা যেন এমন কোনো কাজে জড়িত না হন যা তাদের জন্য ক্ষতিকর হতে পারে বা গার্হস্থ্য দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। পাশাপাশি, তাদের ঘন ঘন বাড়ি থেকে বের না হওয়ার, ভ্রমণ বা খেলাধুলা থেকে বিরত থাকার এবং বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

স্থানীয় মেয়র আন্তোনিও তোরচিয়া এই পদক্ষেপকে “একটি স্যাটায়ারধর্মী উসকানি” হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, এটি গ্রামবাসীর সচেতনতার জন্য করা হলেও এর মূল উদ্দেশ্য ছিল স্থানীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থার ত্রুটিগুলো আঞ্চলিক কর্তৃপক্ষের নজরে আনা। তিনি যোগ করেন, এই উদ্যোগ তার পাঠানো জরুরি নোটিশের চেয়েও বেশি আলোড়ন সৃষ্টি করেছে।

মেয়র আন্তোনিও তোরচিয়া জানিয়েছেন, বেলকাস্ত্রো গ্রামের প্রায় অর্ধেক বাসিন্দা, অর্থাৎ প্রায় ১,২০০ জনের বয়স ৬৫ বা তার বেশি। এটি গ্রামটির স্বাস্থ্যসেবা চ্যালেঞ্জকে আরও জটিল করে তুলেছে। জরুরি চিকিৎসাসেবা (এঅ্যান্ডই) বিভাগের অবস্থান গ্রাম থেকে ৪৫ কিলোমিটার (২৮ মাইল) দূরে। এই বিভাগের সঙ্গে সংযোগকারী একমাত্র সড়কে সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় মাত্র ৩০ কিলোমিটার, যা জরুরি পরিস্থিতিতে দ্রুত চিকিৎসা পাওয়াকে প্রায় অসম্ভব করে তোলে।

এ ছাড়া গ্রামের জন্য নিয়োজিত চিকিৎসকদের চেম্বার সব সময় খোলা থাকে না। সাপ্তাহিক ছুটি, অন্যান্য ছুটি, এবং নির্ধারিত সময়ের পর এই সেবা বন্ধ থাকে। এই সীমাবদ্ধতার মধ্যেই বয়স্ক ও ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

মেয়র আন্তোনিও তোরচিয়া ইতালির একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, "নিরাপদ বোধ করা কঠিন হয়ে পড়ে, যখন আপনি বুঝতে পারেন যে সহায়তা পাওয়ার জন্য সময়মতো এঅ্যান্ডই বিভাগে পৌঁছানোই একমাত্র ভরসা।"

তিনি আরও বলেন, "এ বিভাগে পৌঁছানোর সড়কটি কোনো অসুখের চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ।"

ইতালির দক্ষিণাঞ্চলীয় ক্যালাব্রিয়া অঞ্চল, যেখানে বেলকাস্ত্রো গ্রাম অবস্থিত, এটি ইতালির দরিদ্রতম অঞ্চলের একটি। দীর্ঘদিনের রাজনৈতিক অব্যবস্থাপনা এবং মাফিয়ার হস্তক্ষেপ এখানকার স্বাস্থ্যসেবা–ব্যবস্থাকে কার্যত ধ্বংস করে দিয়েছে। প্রায় ১৫ বছর ধরে ক্যালাব্রিয়ার স্বাস্থ্যসেবা কেন্দ্রীয় সরকারের বিশেষ প্রশাসনের অধীনে থাকলেও উল্লেখযোগ্য কোনো উন্নতি হয়নি।

রোমে নিযুক্ত কমিশনাররা ক্যালাব্রিয়ার হাসপাতালগুলোর বিশাল ঋণের বোঝা সামাল দিতে হিমশিম খাচ্ছেন। এর ফলে ক্যালাব্রিয়া অঞ্চলের চিকিৎসা কর্মী ও হাসপাতালের শয্যা সংকটের দ্রুত সমাধানের সম্ভাবনা খুবই কম।

২০০৯ সালের পর থেকে অঞ্চলটির ১৮টি হাসপাতাল বন্ধ হয়ে গেছে। এ কারণে প্রায় অর্ধেক ক্যালাব্রিয়ান, অর্থাৎ প্রায় ২০ লাখ মানুষ চিকিৎসাসেবা গ্রহণের জন্য অঞ্চলটির বাইরে যেতে বাধ্য হন।

২০২২ সালে অঞ্চলটি ঘোষণা করে যে কিউবা থেকে পরবর্তী তিন বছরে ৪৯৭ জন চিকিৎসক ক্যালাব্রিয়ার বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে কাজ করতে আসবেন। আঞ্চলিক গভর্নর রবার্তো ওচিউতো গত বছর এক বিবৃতিতে বলেন, "এই চিকিৎসকেরা ক্যালাব্রিয়ার হাসপাতালগুলোকে কার্যত রক্ষা করেছেন।"

বেলকাস্ত্রোর বাসিন্দারা স্থানীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন, "মেয়র তোরচিয়া সমস্যাগুলোর গুরুত্ব তুলে ধরার জন্য সঠিক পদক্ষেপ নিয়েছেন। তার সিদ্ধান্ত আমাদের সচেতন করেছে।"

এক বাসিন্দা মন্তব্য করেছেন, "তিনি (তোরচিয়া) একটি জটিল ও গুরুতর সমস্যার দিকে সবার দৃষ্টি আকর্ষণ করতে এই ব্যতিক্রমী পদ্ধতি ব্যবহার করেছেন।"

তথ্যসূত্র: বিবিসি

 

একুশে সংবাদ/এনএস

Link copied!