AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চ্যাটজিপিটির নির্মাতার বিরুদ্ধে বোনের ধর্ষণ মামলা


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:৪৭ এএম, ৯ জানুয়ারি, ২০২৫
চ্যাটজিপিটির নির্মাতার বিরুদ্ধে বোনের ধর্ষণ মামলা

চ্যাটজিপিটির নির্মাতা ও ওপেনএআইর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানের বিরুদ্ধে যৌন নির্যাতনের গুরুতর অভিযোগ এনেছেন তার বোন অ্যানি অল্টম্যান। অ্যানির অভিযোগ,শৈশবে বিশেষ করে ১৯৯৭ থেকে ২০০৬ সালের মধ্যে স্যাম তাকে নিয়মিত যৌন নির্যাতন করেছেন। 

৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের মিসৌরির পূর্বাঞ্চলীয় ডিস্ট্রিক্ট কোর্টে করা মামলায় অ্যানি দাবি করেন, নির্যাতন শুরু হয় যখন তার বয়স ছিল ৩ এবং স্যামের বয়স ছিল ১২ বছর।

তবে চ্যাটজিপিটির এই নির্মাতা অভিযোগ অস্বীকার করেছেন। মা এবং দুই ভাইয়ের সঙ্গে এক যৌথ বিবৃতিতে স্যাম এই অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন । বিবৃতিতে আরো উল্লেখ করেন,মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগতে থাকা পরিবারের একজন সদস্যের দেখাশোনা করা অত্যন্ত কঠিন।

মামলার নথি অনুসারে, অ্যানি অভিযোগ করেছেন স্যামের যৌন নির্যাতনের ফলে তিনি শারীরিক আঘাত, মানসিক কষ্ট ও হতাশায় ভুগেছেন। চিকিৎসা ও মানসিক স্বাস্থ্য সহায়তার জন্য তাকে অনেক মেডিকেল বিলও পরিশোধ করতে হয়েছে। অন্যদিকে স্যাম জানিয়েছেন, তিনি প্রতি মাসেই তার বোনকে আর্থিক সহায়তা দেন। এমনকি বোনের নানা বিল ও ভাড়াও তিনি পরিশোধ করেন। সম্প্রতি বোনকে একটি বাড়ি কেনার প্রস্তাবও দিয়েছেন। এতো কিছুর পরেও অ্যানি তাদের কাছ থেকে আরো অর্থ দাবি করছেন বলে স্যাম অভিযোগ জানিয়েছেন ।

স্যাম অল্টম্যান বলেন, বছরের পর বছর আমরা বিভিন্নভাবে অ্যানিকে সহায়তা করার চেষ্টা করেছি এবং তাকে স্থিতিশীলতার পথ খুঁজে পেতে সাহায্য করেছি। এই পরিস্থিতি পুরো পরিবারের জন্য গভীর যন্ত্রণা সৃষ্টি করেছে বলেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, প্রযুক্তি জগতের এই উচ্চ প্রোফাইলধারী ও বিলিয়নিয়ার স্যাম অল্টম্যান ২০২৪ সালে তার জীবনসঙ্গী অলিভার মুলহেরিনকে বিয়ে করেন। এর আগে ২০২২ সালের শেষ দিকে তার ওপেনএআইর তৈরি চ্যাটজিপিটি বিশ্বজুড়ে জনপ্রিয়তা অর্জন করে। এটি কৃত্রিম বুদ্ধিমত্তার একটি স্বয়ংক্রিয় প্রযুক্তি। যা কম্পিউটার কোড, ইমেইল, রেসিপি এবং অন্যান্য ধরনের লেখা ও ছবি তৈরি করতে পারে।

একুশে সংবাদ/ এস কে
 

 

 

 

 

 

Link copied!