মিয়ানমারের রামরি টাউনশিপে বোমা হামলা চালিয়েছে দেশটির সামরিক কাউন্সিল। এতে দ্বীপের কমপক্ষে ৪০ জন বাসিন্দা নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো প্রায় ২০ জন।
বুধবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে রামরি টাউনশিপে এ বোমা হামলা চালায় সামরিক কাউন্সিলের একটি জেট ফাইটার।
আরাকান প্রিন্সেস মিডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, আরাকান আর্মির অধিকৃত এলাকা বিশেষ করে রামরি আইল্যান্ড, রাখাইন রাজ্যে সামরিক বাহিনী বিমান হামলা চালিয়েছে। এতে ৫ শতাধিক ঘরবাড়ি ধ্বংস হয়েছে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :