AB Bank
ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‍‍`স্ত্রীকে ধর্ষণ করে বন্ধুরা, সৌদিতে বসে সেই ভিডিও দেখে স্বামী‍‍`


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০১:৫০ পিএম, ৯ জানুয়ারি, ২০২৫
‍‍`স্ত্রীকে ধর্ষণ করে বন্ধুরা, সৌদিতে বসে সেই ভিডিও দেখে স্বামী‍‍`

স্বামীর বন্ধুদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করলেন উত্তরপ্রদেশের বুলন্দশহরের এক মহিলা। নির্যাতিতার অভিযোগ, গত ৩ বছর ধরে এই ঘটনা ঘটছে। তার স্বামীই এই সব কাণ্ডের মূল চক্রী। সেই মহিলার অভিযোগ, তার স্বামী টাকার বিনিময় বন্ধুদের ধর্ষণ করতে দেয় তাকে। সেই ধর্ষণের আবার ভিডিও রেকর্ডিং করা হয় বলে অভিযোগ করেন নির্যাতিতা। সেই ভিডিও তার স্বামীর কাছে পাঠানো হয়। অভিযোকারীর স্বামী সৌদি আরবে থাকে কর্মসূত্রে। সেখানে বসেই নাকি ভিডিওতে স্ত্রীর ওপর এই অত্যাচারের ঘটনা দেখে সে। এই আবহে শেষ পর্যন্ত পুলিশে অভিযোগ দায়ের করেছেন সেই মহিলা। 

জানা গিয়েছে, অভিযোকারী মহিলার বয়স ৩৫ বছর। তিনি বর্তমানে একমাসের গর্ভবতী। জানা গিয়েছে, নির্যাতিতা ২০১০ সালে বিয়ে করেছিলেন। তার স্বামীর সঙ্গে চার সন্তান আছে - দুই ছেলে (১৩ এবং ৩ বছরের), দুই মেয়ে (১১ এবং ৭ বছরের)। সৌদি আরবে তার স্বামী গাড়ির মেকানিক হিসেবে কাজ করে। বছরে দু‍‍`বার সে বাড়ি আসে। নিজের অভিযোগে নির্যাতিতা জানিয়েছেন, ৩ বছর আগে একবার নিজের বন্ধুদের নিয়ে বাড়ি আসে তাঁর স্বামী। সেই সময় তাকে ধর্ষণ করতে ‍‍`অনুমতি‍‍` দেয় বন্ধুদের। তার স্বামীর দু‍‍`জন বন্ধু এসেছিল। দু‍‍`জনেই বুলন্দশহরে তাদের এলাকাতেই থাকত।

এরপর থেকে শুরু হয় অকথ্য অত্যাচার। নির্যাতিতার স্বামী বিদেশে থাকাকালীনও সেই দুই ব্যক্তি তাদের বাড়ি আসত এবং মহিলাকে ধর্ষণ করত। সেই ঘটনার ভিডিও করে স্বামীকে পাঠিয়ে দিত তারা। এই নিয়ে যখন আমি আমার স্বামীর কাছে অভিযোগ জানাই, তখন সে আমাকে মুখ বন্ধ করে থাকতে বলে। সে জানায়, স্ত্রীকে ধর্ষণের বদলে তার বন্ধুরা তাকে টাকা দেয়। নির্যাতিতা বলেন, ‍‍`এত দিন ধরে আমি আমার সন্তানদের কথা ভেবে চুপ করে ছিলাম। আমার স্বামী আমাকে বিবাহ বিচ্ছেদের ভয় দেখাত।‍‍`

এদিকে ঘটনা প্রসঙ্গে বুলন্দ শহরের এসএসপি শ্লোক কুমার জানিয়েছেন, এই ঘটনার তদন্ত হবে। এদিকে নির্যাতিতার ভাই অভিযোগ করেন, গ্রেফতারি এড়াতে বোনের স্বামী এবং অভিযুক্তরা বিদেশে পালানোর চেষ্টা করছে। 

নির্যাতিতার ভাইয়ের কথায়, ‍‍`এত দিন ধরে একা একা সব কিছু সহ্য করেছে আমার বোন। পরিবারের কথা ভেবে সে কিছু বলেনি। দুই সপ্তাহ আগে ওর স্বামী এসেছে দেশে। ওদের বড় ঝামেলা হয়। এই আবহে সে নিজের অধিকারের জন্যে লড়াই করার সাহস পেয়েছে।‍‍`

 

একুশে সংবাদ/ এস কে
 

 

 

 

 

 

Link copied!