AB Bank
ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মন্দিরে পদদলিত হয়ে ভারতে ৬ জন নিহত


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৬:০৩ পিএম, ৯ জানুয়ারি, ২০২৫
মন্দিরে পদদলিত হয়ে ভারতে ৬ জন নিহত

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশের শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে প্রবেশের টোকেন সংগ্রহ করতে গিয়ে বুধবার জনতার প্রচণ্ড ভিড়ের মধ্যে পদদলিত হয়ে অন্তত ৬ জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন, কর্মকর্তারা বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন। ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে এএফপি এ খবর জানায়।

দক্ষিণাঞ্চলীয় রাজ্যের ক্ষমতাসীন তেলুগু দেশম পার্টির মুখপাত্র প্রেম কুমার জৈন সাংবাদিকদের বলেন, দুর্ভাগ্যজনক ঘটনা... এ দুর্ঘটনায় ছয়জন ভক্তের প্রাণহানি ঘটেছে। তিনি বলেন, আমি ঈশ্বরের কাছে মৃতদের আত্মার শান্তি কামনা করছি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম  এক্স-এ এক শোক বার্তা প্রকাশ করে বলেন, ‘যারা এ ঘটনায় প্রিয়জন হারিয়েছেন, তাদের প্রতি আমার গভীর সহানুভূতি।

ভারতে প্রধান ধর্মীয় উৎসবগুলোতে প্রচণ্ড জনতার ভিড়, দুর্বল ব্যবস্থাপনা এবং নিরাপত্তা ত্রুটির কারণে প্রায়ই মারাত্মক দুর্ঘটনা ঘটে। গত বছরের জুলাই মাসে, উত্তর প্রদেশের একটি হিন্দু ধর্মীয় সমাবেশে ১২১ জন নিহত হন।

কেরালায় ২০১৬ সালে একটি মন্দিরে নিষিদ্ধ আতশবাজি প্রদর্শনের সময় এক ভয়াবহ বিস্ফোরণে আরও ১১২ জন নিহত হন। বুধবারের ঘটনাটি ঘটে কুম্ভমেলা শুরু হওয়ার কয়েকদিন আগে, ছয় সপ্তাহব্যাপী প্রার্থনা এবং পবিত্র স্নানের উৎসব ইতিহাসের বৃহত্তম ধর্মীয় সমাবেশ হবে বলে আশা করা হচ্ছে।

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!