AB Bank
ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উড়োজাহাজের চাকার খোপে মিলল ২ মরদেহ


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৮:০৪ পিএম, ৯ জানুয়ারি, ২০২৫
উড়োজাহাজের চাকার খোপে মিলল ২ মরদেহ

যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের এয়ারলাইনস জেটব্লুর একটি উড়োজাহাজ ফ্লোরিডার ফোর্ট লডারডেল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর এর ল্যান্ডিং গিয়ারের (চাকার খোপ) ভেতর দুইটি মরদেহ পাওয়া গেছে। 

এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছে জেটব্লু কর্তৃপক্ষ।এতে সংস্থাটি বলেছে, সোমবার (৬ জানুয়ারি) স্থানীয় সময় রাতে তাদের একটি প্লেন ফ্লোরিডার ফোর্ট লডারডেল বিমানবন্দরে অবতরণ করে। নিয়মিত পরীক্ষার সময় কর্মীরা সেটির চাকার খোপে দুটি মরদেহ দেখতে পান।

কীভাবে ওই দুই ব্যক্তি প্লেনের চাকার খোপের ভেতরে ঢুকেছেন তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানিয়েছে সংস্থাটি।বিবৃতিতে আরও বলা হয়, এটি হৃদয় ভেঙে দেওয়ার মতো পরিস্থিতি। কীভাবে এমন একটি কাণ্ড হলো, তা খুঁজে পেতে কর্তৃপক্ষের সঙ্গে আমরা কাজ করছি এবং তাদের সব ধরনের সহায়তা করতে প্রতিশ্রুতি ব্যক্ত করছি।

প্লেনটি সোমবার স্থানীয় সময় রাত ৮টায় নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসে এবং রাত ১১টার দিকে ফ্লোরিডায় অবতরণ করে। যে দুই মৃতদেহ পাওয়া গেছে তারা দুইজনই পুরুষ এবং তাদের দেহ পচে-গলে গেছে বলে জানিয়েছেন আইনপ্রয়োগকারী কর্মকর্তারা।

স্থানীয় পুলিশ ঘটনাটি তদন্ত করছে। মৃত্যুর কারণ জানতে মরদেহ দুটির ময়নাতদন্ত করে দেখা হচ্ছে।

হুইল ওয়েল বা কার্গো হোল্ডের মতো উড়োজাহাজে চাপহীন স্থানে লুকিয়ে থাকলে জীবীত যে কেউ চরম অবস্থার মুখোমুখি হতে পারে। তাপমাত্রা -৫০ ডিগ্রি সেন্টিগ্রেড এবং -৬০ ডিগ্রি সেন্টিগ্রেড এর মধ্যে নেমে যেতে পারে। এতে অক্সিজেনের ঘাটতি দেখা দিতে পারে। বেশির ভাগ মানুষই সেখানে বেঁচে থাকতে পারে না।

সূত্র: বিবিসি

একুশে সংবাদ/ এস কে
 

 

 

 

 

 

Link copied!