একটি বিমানে যাত্রা শুরুর আগে এক প্রেমিক তার প্রেমিকার সঙ্গে ফোনে কথা বলার বিষয় নিয়ে রেগে গিয়ে ঝগড়া শুরু করেন। কথা কাটাকাটির এক পর্যায়ে ঠাণ্ডা মাথা গরম হয়ে গিয়ে রাগান্বিত প্রেমিক প্লেনের জরুরি দরজা খুলে ঝাঁপানোর চেষ্টা করেন। বুধবার (৮ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এই ঘটনার তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, ম্যাসাচুসেটস বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বোস্টন লোগান আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করা জেটব্লু ফ্লাইট ১৬১-কে থামানো হয়, কারণ বিমানে থাকা এক ব্যক্তি জরুরি বাহির্গমন দরজা খুলে লাফানোর চেষ্টা করেন।
স্থানীয় সময় মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যা ৭:৩০ টার দিকে পুয়ের্তো রিকোর সান জুয়ানের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে যাওয়া বিমানটি অবতরণ করার আগেই ওই ঘটনার সৃষ্টি হয়।
এফবিআই সদস্যরা ওই যাত্রীকে আটক করে এবং পুলিশ তাকে প্লেন থেকে নামিয়ে নেয়। এর ফলে প্লেনের উড্ডয়ন কিছুটা দেরি হয়।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :