AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০২ এপ্রিল, ২০২৫, ১৯ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইয়েমেনের বিদ্যুৎ কেন্দ্রে ইসরাইলি হামলা


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৩:৫২ পিএম, ১১ জানুয়ারি, ২০২৫
ইয়েমেনের বিদ্যুৎ কেন্দ্রে ইসরাইলি হামলা

ইয়েমেনের রাজধানী সানাসহ দেশটির পশ্চিম উপকূলে ইসরাইলি বাহিনী কয়েক দফা বিমান হামলা চালিয়েছে। গতকাল শুক্রবার স্থানীয় সময় বিকেলের এই হামলায় দেশটির কেন্দ্রীয় বিদ্যুৎ কেন্দ্রসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।সানা থেকে এএফপি এই খবর জানিয়েছে। 

রাজধানী সানা ছাড়াও ইয়েমেনের পশ্চিম উপকূলেও হামলা চালায় ইসরাইলি বাহিনী। গুরুত্বপূর্ণ বন্দর নগরী হোদেইদাহতেই অন্তত ৬ বার বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনী। ইসরাইলি বাহিনী বেষ কয়েকটি সামরিক স্থাপনাতেও হামলা চালায়।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরাইলের বিরুদ্ধে আগ্রাসনের দায়ে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের চড়া মূল্য দিতে হচ্ছে। হুতিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এদিকে হুতিদের পরিচালিত টেলিভিশন চ্যানেল আল-মাশিরাহ জানিয়েছে, শুক্রবার রাজধানী সানার হেজিয়াজের প্রধান বিদ্যুৎ কেন্দ্রে অন্তত ১৩ দফা হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। সানহান জেলার জেলার হেজিয়াজ বিদ্যুৎ কেন্দ্রে হামলায় এক বিদ্যুৎ কর্মীসহ তিন বেসামরিক নাগরিক আহত হয়েছে। এছাড়া সেখানকার বেশ কয়েকটি বাড়ি ঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ব্রিটেনের একটি নৌ নিরাপত্তা সংস্থা জানিয়েছে, হুতি নিয়ন্ত্রিত বন্দর রাস ইসাতে ইয়েমেনের প্রধান তেল রপ্তানি টার্মিনালেও হামলা চালায় ইসরাইলি বাহিনী।

এদিকে শুক্রবারসহ গত ২৪ ঘন্টায় লোহিত সাগরের দক্ষিণে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানবাহী জাহাজে ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে হুতিরা। হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেছেন, এই জাহাজটি থেকে হুতিদের লক্ষ্য করে হামলার প্রসতুতি নিচ্ছিল যুক্তরাষ্ট্র। তবে হুতি বিদ্রোহীদের মামলার মুখে মার্কিন যুদ্ধ জাহাজ পিছু হটতে বাধ্য হয়।

২০২৩ সালে হামাস ইসরাইল সংঘাত শুরুর পর থেকে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরাইলিদের ওপর হামলা চালিয়ে আসছে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা।

একুশে সংবাদ/ এস কে
 

 

 

 

 

 

Link copied!