AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মেটার ফ্যাক্ট চেকিং কার্যক্রম বাদ দেওয়ার নিন্দায় বাইডেন


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৩:৫৪ পিএম, ১১ জানুয়ারি, ২০২৫
মেটার ফ্যাক্ট চেকিং কার্যক্রম বাদ দেওয়ার নিন্দায় বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার প্রযুক্তি মোঘল মেটার (ফেসবুক) তৃতীয় পক্ষ ফ্যাক্ট চেকিং কার্যক্রম যুক্তরাষ্ট্রে বাদ দেওয়ার সিদ্ধান্তকে ‘লজ্জাজনক’ উল্লেখ করে এর নিন্দা জানিয়েছেন। ওয়াশিংটন থেকে এএফপি এখবর জানায়।

ফ্যাক্ট চেকিং বাদ দেওয়ার বিষয়ে হোয়াইট হাউসে সাংবাদিকদের বাইডেন বলেন, ‘আমি মনে করি এটা আসলেই লজ্জাজনক’।   

‘একটা অসত্য বিষয় তারা প্রিন্ট হতে দেবে এবং লাখ লাখ মানুষ তা দেখবে ও পড়বে’ উল্লেখ করে প্রসিডেন্ট বাইডেন আরো বলেন, এ ধরনের বিষয় যুক্তরাষ্ট্রের সাথে যায় না। আমরা সত্য উপস্থাপন করতে চাই।

বুধবার ফেসবুকের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী জুকারবার্গ বলেন, তিনি যুক্তরাষ্ট্রে ফেসবুকের থার্ড পার্টি ফ্যাক্ট চেকিং বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন।

জুকারবার্গ আরো বলেন, ফ্যাক্ট চেকাররা খুব বেশিমাত্রায় রাজনৈতিক পক্ষপাতদুষ্ট। বিকল্প হিসেবে ইলন মাস্কের এক্স এর মত ফেসবুক এবং ইন্সটাগ্রাম কমিউনিটি নোট নেবে। ।

বার্তা সংস্থা এএফপি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বব্যাপী ২৬টি ফেসবুকের ফ্যাক্টচেকিং প্রোগ্রামের সঙ্গে কাজ করছে।

 

একুশে সংবাদ/ এস কে
 

 

 

 

 

 

Link copied!