AB Bank
ঢাকা সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫, ২৯ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারকে পাল্টা তলব ভারতের


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৪:১৮ পিএম, ১৩ জানুয়ারি, ২০২৫
বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারকে পাল্টা তলব ভারতের

সীমান্তের সাম্প্রতিক উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র দপ্তরে ডাকার পরদিনই দিল্লিতে বাংলাদেশের উপ-হাইকমিশনার নুরুল ইসলামকে তলব করেছে ভারত। সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশি উপ-হাইকমিশনারকে তলব করেছে বলে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নয়াদিল্লি ও ঢাকার মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে আলোচনা করতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার নুরুল ইসলামকে তলব করেছে।

বাংলাদেশ-ভারতের ৪,১৫৬ কিলোমিটার সীমান্তের নির্দিষ্ট পাঁচটি স্থানে বেড়া নির্মাণের চেষ্টার অভিযোগে রোববার ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করা হয়। এর পরদিনই দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার নুরুল ইসলামকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছান প্রণয় ভার্মা। সেখানে পররাষ্ট্রসচিব জসিম উদ্দিনের সঙ্গে প্রায় ৪৫ মিনিট ধরে বৈঠক করেন তিনি।

পরে প্রণয় ভার্মা বলেন, সীমান্ত নিরাপত্তার জন্য বেড়া নির্মাণ বিষয়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে সমঝোতা রয়েছে। এ বিষয়ে উভয় দেশের সীমান্ত সুরক্ষাবাহিনী, বিএসএফ ও বিজিবি, নিয়মিত যোগাযোগ করছে। তিনি আরও বলেন, আমরা আশা করছি যে দ্বিপাক্ষিক সমঝোতা কার্যকরভাবে বাস্তবায়িত হবে এবং সীমান্তে অপরাধ প্রতিরোধে উভয়পক্ষ সহযোগিতামূলকভাবে কাজ করবে।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!