AB Bank
ঢাকা সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫, ২৯ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লেবাননে হিজবুল্লাহর একাধিক স্থাপনায় ইসরাইলের বিমান হামলা


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৪:৫৩ পিএম, ১৩ জানুয়ারি, ২০২৫
লেবাননে হিজবুল্লাহর একাধিক স্থাপনায় ইসরাইলের বিমান হামলা

লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, গতকাল রোববার ইসরাইল দেশটির পূর্ব ও দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে।ইসরাইলের সামরিক বাহিনীও বলেছে, তারা সিরিয়া সীমান্তে চোরাচালান রুটসহ লেবাননে হিজবুল্লাহর বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। লেবাননের রাষ্ট্রীয় গণমাধমের বরাত দিয়ে বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।গতকাল ইসরাইলের এই বিমান হামলা লেবাননের ইরানপন্থি সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সঙ্গে গত ২৭ নভেম্বর কার্যকর হওয়া ইসরাইলের নাজুক যুদ্ধবিরতি আরও নড়বড়ে করে তুলেছে।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, ইসরাইলি যুদ্ধবিমানগুলো লেবাননের পূর্ব বালবেক অঞ্চলের জানতা শহরের উপকণ্ঠে এবং দক্ষিণের নাবাতিয়ের পাশ্বর্ববর্তী এলাকাগুলোতেও হামলা চালিয়েছে। তবে এসব হামলায় কেউ হতাহত হয়েছেন কিনা, সে বিষয়ে কোনো তথ্য দেয়নি রাষ্ট্রীয় জাতীয় সংবাদ সংস্থা।

ইসরাইলি সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, যুদ্ধবিরতি পর্যবেক্ষকদের কাছে ইতোমধ্যে হুমকি হিসেবে উপস্থাপন করা বেশ কিছু লক্ষ্যবস্তুতে তারা হামলা চালিয়েছে। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে-একটি রকেট উৎক্ষেপণ স্থল, একটি সামরিক ক্ষেত্র ও সিরিয়া-লেবানন সীমান্তে অস্ত্র-পাচারের জন্য ব্যবহৃত কয়েকটি পথ।

২৬ জানুয়ারি ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে গত নভেম্বরে হওয়া চুক্তি বাস্তবায়নের সময়সীমার শেষ হওয়ার ঠিক দুই সপ্তাহ আগে ইসরাইল লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে এ হামলা চালাল। চুক্তি হওয়ার পর থেকে উভয় পক্ষই পরস্পরের বিরুদ্ধে চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগ করে আসছে।

ইসরাইল সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলেছে, তারা যুদ্ধবিরতির সমঝোতা অনুসারেই কাজ করছে।নভেম্বরের চুক্তির শর্তাবলী অনুযায়ী হিজবুল্লাহ লেবাননের দক্ষিণে থাকা তাদের অবশিষ্ট সামরিক অবকাঠামো ভেঙে ফেলবে এবং তার বাহিনীকে সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরবর্তী লিতানি নদীর উত্তরে সরিয়ে নেবে।

এই মাসে লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধবিরতির ভিত্তি নিরাপত্তা পরিষদের প্রস্তাবের ‘স্পষ্ট লঙ্ঘন’-এর জন্য অভিযুক্ত করেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, শুক্রবার দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় পাঁচজন নিহত হয়েছে। ইসরাইল সেনাবাহিনী জানিয়েছে, যে তারা হিজবুল্লাহর একটি অস্ত্রবাহী ট্রাক লক্ষ্য করে হামলা চালিয়েছে।

একুশে সংবাদ/ এস কে

Link copied!