AB Bank
ঢাকা সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫, ২৯ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, একসঙ্গে থাকতে হবে: ভারতের সেনাপ্রধান


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৫:২০ পিএম, ১৩ জানুয়ারি, ২০২৫
বাংলাদেশ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, একসঙ্গে থাকতে হবে: ভারতের সেনাপ্রধান

ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে দেশটির সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, বাংলাদেশ ভারতের কাছে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোমবার (১৩ জানুয়ারি) এই সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনের শুরুতে তিনি বিভিন্ন গণমাধ্যম কর্মীর প্রশ্নের উত্তর দেন। এ সময় ইন্ডিয়া টুডে’র এক সাংবাদিক চলমান বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে সেনাপ্রধানের মতামত জানতে চাইলে তিনি এই মন্তব্য করেন।

ভারতীয় সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, "বাংলাদেশ আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেশী। দেশটির খুব ছোট্ট একটি অংশ ছাড়া পুরো সীমান্তজুড়েই ভারত রয়েছে। আমাদের সবসময় একসঙ্গে থাকতে হবে এবং একে অপরকে বুঝতে হবে। এমন কোনো কিছু করা উচিত নয়, যাতে আমাদের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ে।"

তিনি আরও জানান, বাংলাদেশের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময়, যখন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করেন, তখন বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে তার কথা হয়েছিল। সর্বশেষ গত বছরের ২৪ নভেম্বর বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগাযোগ হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

দু’দেশের সম্পর্ক উন্নয়নের বিষয়ে তিনি বলেন, এমন প্রশ্ন কেবল নির্বাচিত সরকারের সময় আসতে পারে। বর্তমানে বাংলাদেশে যে সরকার রয়েছে, তাদের সময়ে নয়। তবে, দু’দেশের সেনাবাহিনীর সম্পর্ককে তিনি ‘ওয়েল অ্যান্ড পারফেক্ট’ বলে মন্তব্য করেন।

 

একুশে সংবাদ/য.ট/এনএস

Link copied!