AB Bank
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ৩০ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিয়েরা লিওনে জনস্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা জারি


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৩:৪০ পিএম, ১৪ জানুয়ারি, ২০২৫
সিয়েরা লিওনে জনস্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা জারি

পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওন মাঙ্কিপক্স প্রতিহত করতে সোমবার দেশটিতে জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে, খবর এএফপি’র। 

সিয়েরা লিওনের স্বাস্থ্যমন্ত্রী অস্টিন ডেম্বি রাজধানী ফ্রী-টাউনে সাংবাদিকদের বলেছেন, সিয়েরা লিওন সীমান্তে নজরদারি বাড়িয়েছে। সিয়েরা লিওনের সাথে লাইবেরিয়া এবং গিনির সীমান্ত রয়েছে। অস্টিন ডেম্বি নাগরিকদের শান্ত থাকার আহ্বান জানিয়ে আরো বলেছেন, আপনাদের আপডেটেড থাকতে হবে এবং কারো মাঝে এমপক্সের লক্ষণ প্রকাশ পেলে তা সাথে সাথে স্বাস্থ্য অধিদপ্তরকে জানাতে হবে।

এমপক্স বা মাঙ্কিপক্সের সৃষ্টি স্মল পক্স ভাইরাস পরিবারে। শরীরে এমপক্সের উপস্থিতির কারণে ব্যক্তি অতিমাত্রার জ্বর অনুভব করে। তার ত্বকের কোথাও কোথাও অস্বাভাবিকতা দেখা দেয়। সোমবার পর্যন্ত দেশটিতে দু’জনের শরীরে এমপক্স ভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে।  গত সপ্তাহে সিয়েরা লিওন সেদেশে এমপক্সের উপস্থিতি প্রথমবারের মত নিশ্চিত করে।  

১৯৭০ সালে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে প্রথম মাঙ্কিপক্স ধরা পড়ে এবং এই ভাইরাস আফ্রিকার কয়েকটা দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকে। কিন্তু ২০২২ সালে এই ভাইরাস ব্যাপকভাবে বিস্তার লাভ করে। এমনকি উন্নত দেশেও পৌঁছে যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০২৪ সালে এমপক্স নিয়ে সর্বোচ্চ সতর্কতা ঘোষণা করে।

সিয়েরা লিওন চরমভাবে ইবোলা আক্রান্ত হয়েছিল। এক দশক আগে যে ভাইরাসের কারণে পশ্চিম আফ্রিকাতে মহামারিতে আক্রান্ত হয়ে ৪ হাজার মানুষ প্রাণ হারায়। যাদের সাত শতাংশ ছিল স্বাস্থ্য কর্মী।


একুশে সংবাদ/ এস কে

Link copied!