AB Bank
ঢাকা শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, ৩ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যুক্তরাজ্য ও ইউক্রেনের ১০০ বছরের ‘যুগান্তকারী’ চুক্তি


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১১:৩৯ এএম, ১৭ জানুয়ারি, ২০২৫
যুক্তরাজ্য ও ইউক্রেনের ১০০ বছরের ‘যুগান্তকারী’ চুক্তি

ইউক্রেন এবং এর মিত্রদের সাথে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বৃহস্পতিবার ( ১৬ জানুয়ারি) তিনি এই প্রতিশ্রুতি দেন। রাশিয়ার সাথে যুদ্ধবিরতি আলোচনা হলে কিয়েভকে নিরাপত্তার নিশ্চয়তা দেয়ার কথাও বলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এছাড়া ১০০ বছরের অংশীদারিত্ব চুক্তির মাধ্যমে ইউক্রেনকে আরও সমর্থন দেয়ার ঘোষণাও দেন স্টারমার। খবর রয়টার্সের।

গতকাল বৃহস্পতিবার কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে দেখা করেন স্টারমার। এ সময় ‘একশ’ বছরের অংশীদারিত্ব’ চুক্তি সই করেন দুই নেতা। এর মাধ্যমে কিয়েভকে আরো সমর্থন দেওয়ার ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।কিয়েভ থেকে এএফপি আজ এই খবর জানায়।

গত বছরের জুলাই মাসে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এটিই তার প্রথম ইউক্রেন সফর। এই সফরে দুই দেশের মধ্যে ‘আগের চেয়ে ঘনিষ্ঠ সম্পর্কের কথা তুলে ধরে এর প্রশংসা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।এদিকে ব্রিটেনের ‘দ্য গার্ডিয়ান’ পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সপ্তাহে হোয়াইট হাউসের দায়িত্ব নিতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারের সময় ইউক্রেনের সাথে রাশিয়ার প্রায় তিন বছরের যুদ্ধের অবসান ঘটানোর প্রতিশ্রুতি দিয়েছেন।

তবে স্টারমার বলেছেন, ‘যুদ্ধ বন্ধের যেকোনো চুক্তিতে ইউক্রেনের নিরাপত্তা এবং স্বাধীনতার নিশ্চয়তা থাকতে হবে।’ জেলেনেস্কি সম্প্রতি পশ্চিমা দেশগুলোকে হাল ছেড়ে না দিয়ে ইউক্রেনের প্রতি দীর্ঘ মেয়াদী সামরিক সহায়তা বজায় রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বৃহস্পতিবারের এই চুক্তিকে ‘সত্যিই ঐতিহাসিক’ বলে প্রশংসা করেছেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করার পর থেকে যুক্তরাজ্য ইউক্রেনের অন্যতম বড় সামরিক সমর্থক হিসেবে কাজ করে আসছে। 
 

একুশে সংবাদ/ এস কে
 

 


 

 

 

Link copied!